মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে আবার ফি বাড়াচ্ছে সিটি বাইক

হেলিম আহমেদ

প্রকাশিত: ১৭:৪৭, ৫ জুলাই ২০২৪

নিউইয়র্কে আবার ফি বাড়াচ্ছে সিটি বাইক

ছবি: সংগৃহীত

আবারো ফি বাড়াচ্ছে সিটি বাইক। খরচ বাড়ার অজুহাত দিয়ে তারা চলতি বছরে দ্বিতীয়বার কাজটি করতে যাচ্ছে। ১০ জুলাই নতুন ফি কার্যকর হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যাটারি বদল, বিমা এবং যানবাহনের খরচ প্রত্যাশার চেয়ে বেশি হয়ে পড়েছে। 
সিটি বাইক গত জানুয়ারি মাসের শেষ দিকে মূল্য বাড়িয়েছিল।
সিটি বাইক সূত্রে জানা গেছে, সদস্যদের জন্য ইবাইক মিনিটপ্রতি ফি এবং ইবাইক ও ক্লাসিক বাইকে মিনিটপ্রতি গড় হার ২০ থেকে বাড়িয়ে ২৪ সেন্ট করা হচ্ছে।

আর অসদস্যদের জন্য মিনিটপ্রতি ফি ৩০ সেন্ট থেকে হবে ৩৬ সেন্ট। ইবাইক রাইড ৪৫ মিনিটের কমবেশি হলে কিংবা ম্যানহাটন থেকে অন্য বরায় গেলে ক্যাপ প্রাইস ৮০ সেন্ট থেকে ৪.৮০ ডলার হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সদস্যরা প্রতিটি সাইনআপ কিংবা নবায়নে ফ্রি ৪৫ মিটি ক্লাসিক বাইক রাইড এবং ৬০ মিনিট ফ্রি ইবাইক সুবিধা পাবে।
তারা জানিয়েছে, বার্ষিক সদস্য ফিসহ অন্য সকল ফি অপরিবর্তিত থাকবে।
সিটি বাইক আরো জানিয়েছে, উচ্চ মূল্য সামাল দিতে তারা পাইলট চার্জিং স্টেশন স্থাপনে নগরীর পরিবহন বিভাগ এবং কন এডিসনের সাথে কাজ করছে।
সিটি বাইক এক বিবৃতিতে জানিয়েছে, চার্জিং স্টেশনের নেটওয়ার্ক ভ্যানভিত্তিক ব্যাটারি বদলের প্রয়োজনীয়তা কমাবে। ইবাইকের চার্জ এবং ব্যবহারের সুবিধার জন্য ম্যানুয়াল ব্যাটারি বদল করার কাজে আরো বিনিয়োগ করা হবে।
 

শেয়ার করুন: