শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অভিযানে ১১ ব্যক্তি আটক

ম্যানহাটানে ৩৫ মিলিয়ন ডলারের নকল গুচি, লুই ভুইটন ব্যাগ জব্দ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ম্যানহাটানে ৩৫ মিলিয়ন ডলারের নকল গুচি, লুই ভুইটন ব্যাগ জব্দ

ম্যানহাটানে ৩৫ মিলিয়ন ডলারের নকল গুচি, লুই ভুইটন ব্যাগ জব্দ

নিউইয়র্ক পুলিশ লোয়ার ম্যানহাটানের ফুটপাথে বিক্রির সময় নকল গুচি লুই ভুইটনের ব্যাগ এবং অন্যান্য সামগ্রী জব্দ করেছে। এসব পণ্যের দাম প্রায় ৩৫ মিলিয়ন ডলার হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ এই বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ১৮ ব্যক্তিকে আটকও করেছে।

জব্দ করা পণ্যের মধ্যে হ্যান্ডব্যাগ ছাড়াও রয়েছে ওয়ালেট, সানগ্লাস, ক্যাপ।

এগুলো ক্যানেল স্ট্রিট এবং ব্রডওয়েতে বুধবার সন্ধ্যায় বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছিল। নিউইয়র্ক পুলিশ বিভাগের পরিদর্শক উইলিয়াম গ্লান সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেন, কমিউনিটি এবং ব্যবসা মালিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, আটক পণ্যের পরিসর বিপুল। আমরা এগুলো রাস্তা থেকে সরিয়ে নিচ্ছি।

ভিডিওতে অনেকে মন্তব্য করেন যে এসব অবৈধ পণ্য বছরের পর বছর ধরে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, এখন থেকে নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পণ্য নকল করার অভিযোগ আনা হচ্ছে।

শেয়ার করুন: