শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আবারো নতুন করে প্রাণ ফিরলো

অচলাবস্থা কেটেছে চট্টগ্রাম এসোসিয়েশনের

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৫৪, ২৬ নভেম্বর ২০২২

অচলাবস্থা কেটেছে চট্টগ্রাম এসোসিয়েশনের

অচলাবস্থা কেটেছে চট্টগ্রাম এসোসিয়েশনের

দীর্ঘ অচলাবস্থার পর আবারো নিয়মিত কার্যক্রমে ফিরেছে চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা। গত রোববার দুপুরে এসোসিয়েশনের বিবাদমান দুটি গ্রুপের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রাম প্রবাসীদের সংগঠনে আবারো নতুন করে প্রাণ ফিরলো।

এবারের সাধারণ সভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করে চাঁটগাইয়াদের মধ্যে। এসোসিয়েশনের আজীবন সদস্য, সাধারণ সদস্য, প্রাক্তন কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট মুরব্বিরা নিউইয়র্ক, নিউজার্সি, ফিলাডেলফিয়াকানেকটিকাটসহ বিভিন্ন স্টেট থেকে সাধারণ সভায় জমায়েত হন।

প্রসঙ্গত, আর্থিক অনিয়মের অভিযোগসহ নানা কারণে প্রায় একযুগ সংগঠনের সদস্যদের মধ্যে বিবাদ-স্থবিরতা দেখা দেয়। সমস্যা সমাধানে বিবদমান দুটি কমিটির সংখ্যাগুরু সদস্যদের মতামতের ভিত্তিতে, সংবিধানের ধারা রক্ষা করে রেজুল্যুশনের মাধ্যমে নভেম্বর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এই সাধারণ সভার আহ্বান করা হয়। 

চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজার সভাপতিত্বে   নূরুল আনোয়ারের সঞ্চালনায় সভায় দুই কার্যকরী কমিটির সভাপতি মনির আহামদ, আহছান হাবিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মুক্তাদির বিল্লাহ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সূচনা বক্তব্যে সাধারণ সভার কার্যক্রম বর্ণনা   কর্মসুচি ঘোষণা করা হয়। এতে আলোচ্যসূচি হিসেবে বিগত বিদ্যমান সকল কার্যকরী কমিটি ট্রাস্টি বোর্ড বা সকল প্রকার উপ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া নতুন অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা সাধারণ সদস্যদের জন্য প্রশ্নোত্তর পর্ব রাখা হয়।

বিষয়ে মাহাবুবুর রহমান বাদল, অন্তবর্তীকালীন কমিটির রূপরেখা   সাংবিধানিক ধারা, উপধারা  ব্যাখ্য দিতে গিয়ে বলেন, কমিটিতে ১৫ জন সদস্য থাকবে, বৈষম্যহীনভাবে সব সদস্যদের সমান দায়িত্ব থাকবে, কমিটির মেয়াদ হবে মাস (বিশেষ প্রয়োজনে আরো তিন মাস বর্ধিত হতে পারে), উক্ত মাসের মধ্যে একটি নিরেপেক্ষ নির্বাচন কমিশন গঠন, সদস্যপদ ভোটার তালিকা হাল নাগাদ করা, যাবতীয় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখাসহ বিভিন্ন বিষয় উত্থাপণ করা হয়। এসময় উপস্থিত সদস্যরা সেটি কণ্ঠভোটে পাশ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন সভাপতি মো. হানিফ, কাজী আজম, প্রাক্তন সাধারণ সম্পাদক আফসার উদ্দিন   আবু তাহের, আবুল কাসেম ভূইয়া, মাকসুদুল হক চৌধুরী, তারিকুল হায়দার চৌধুরী, আহমদ নবী, ইঞ্জিনিয়ার জাহঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ এম রেজা।

নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান, চট্টগ্রাম সমিতির বয়োজেষ্ঠ সদস্য, প্রাক্তন ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিরাজী। অন্তবর্তীকালীন কমিটির সদস্যরা হলেন, মনির আহমদ, মো. নুরুল আনোয়ার, জয়নাল আবেদিন, ইকবাল হোসেন ভূইয়া, মোক্তাদির বিল্লাহ, মাকসুদুল হক চৌধুরী, তারিকুল হায়দার  চৌধুরী, আহ্সান হাবিব, আবুল কাসেম, মেহ্বুবুর  রহমান বাদল, মোসেলিম, মো. আবু তাহের, মীর কাদের রাসেল, মো. হারুন মিয়া মো. সুমন উদ্দীন।

এছাড়াও প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম, মো. জাফর, মফজল আহমদ, রুহুল আমিন, আবু তালেব চান্দু, জসিম উদ্দিন, মিজানুর রহমান জাহাঙ্গীর, মো. শাহজাহান, কাওসার চৌধুরী, ইব্রাহিম দিপু, আমজাদ হোসেন ভুঁইয়া, আসিফুর রহমান, মো. আজিম, মো. ইদ্রিসমো. ইয়াসিন, মো. রিদওয়ান, আনোয়ার হোসেন প্রমূখ এবং বিগত উভয় কার্যকরী কমিটির প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: