ছবি: সংগৃহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই, আমেরিকার নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মনোয়ারুল ইসলাম ও প্রভাত বোস। ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন ৫ জানুয়ারি সোমবার সংগঠনের এক বর্ধিত সভায় এ কমিটি ঘোষণা করে।
ড. গোলাম সামদানী তরফদারের নেতৃত্বে নির্বাচন কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন মীর ফরিদ আহমেদ ও আসাদুজ্জামান কিরন। জামাইকা¯’ নবান্ন রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম এ রশীদ। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক এম এ মামুন।
নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন রেজাউল হক চৌধুরী মানিক-সিনিয়র সহসভাপতি, সেকেন্দার আলী-সহসভাপতি,শুভময় বিশ্বাস-যুগ্ম সাধারন, এনসি পাল তিতাস-সাংগঠনিক সম্পাদক,আমিনুল ইসলাম জিয়া-কোষাধ্যক্ষ ও বিপ্লব গুপ্ত-সাংস্কৃতিক সম্পাদক। কার্যকরি কমিটির সদস্যরা হলেন এম এ রশীদ,তপতী রায়,এএইচএম কামাল,এম এ মামুন,আসাদুজ্জামান কিরন,আনিসুল হক সোহেল,আব্দুর রৌফ মোল্লা ও রেজাউল করিম রেজা। ৬ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টামন্ডলীতে রয়েছেন শাহাবুদ্দিন টিটু,ড.গোলাম সামদানী তরফদার,মীর ফরিদ উদ্দীন আহমেদ,জিয়াউল ফারুক ও দেওয়ান তৌহিদুল ইসলাম।

















