বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কের মাটিতে

সুচিত্রা সেন চলচ্চিত্র  উৎসবের পর্দা  উঠছে কাল

নবযুগ রিপোর্ট

আপডেট: ০২:৩৩, ২০ এপ্রিল ২০২৪

সুচিত্রা সেন চলচ্চিত্র  উৎসবের পর্দা  উঠছে কাল

ছবি: সংগৃহীত

কাল শনিবার নিউইয়র্কে পর্দা উঠছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের। দুই দিনব্যাপী এ উৎসবে যোগ দিতে বাংলাদেশ এবং কলকাতা থেকে তারকারা এখন অবস্থান করছেন নিউইয়র্কে। জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য উৎসবে বাংলাদেশ, ভারত ও প্রবাসীদের নির্মিত ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মহাযজ্ঞ। 
 

এছাড়াও থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে বিশ্বের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অর্ধশত অতিথি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের প্রতিটি আয়োজন সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ ফি বা টিকেট নেই। শুধু শুধুমাত্র পরশু রোববার (২১ এপ্রিল) বিকেলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির জন্য শনি অথবা রোববার সকাল সকাল অনুষ্ঠানস্থলে এসে বিনামূল্যে একটি বিশেষ পাস সংগ্রহ করতে হবে। দুদিনই শনি ও রোববার সকাল ১১টা থেকে বিশেষ পাশটি বিনামূল্যে সরবরাহ করা হবে। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ এ মহাযজ্ঞের আয়োজন করছে। সংগঠনের প্রেসিডেন্ট গোপাল স্যানাল গতকাল বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক নবযুগকে বলেন, আমাদের মহাযজ্ঞের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ অতিথিরা ইতোমধ্যেই নিউইয়র্ক অবস্থান করছেন। বাকীরা আজ শুক্রবার দুপুরের মধ্যে এসে পৌঁছাবেন। আশা করি নিউইয়র্কের মাটিতে একটি নতুন ইতিহাস রচিত হবে। 
 

শেয়ার করুন: