রোববার, ১৯ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ভোটার উপস্থিতি সন্তোষজনক: ওবায়দুল কাদের

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ৮ মে ২০২৪

ভোটার উপস্থিতি সন্তোষজনক: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কোনো প্রাণহানি ছাড়াই শান্তিপূর্ণভাবে হয়েছে বলে উল্লেখ করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে ৩০-৪০ শতাংশ ভোটারের উপস্থিতিকে সন্তোষজনক বলেও জানান তিনি।আজ বুধবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা জানান।

নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে হাস্যকর ও পাগলের প্রলাপ বলেও আখ্যায়িত করেন এই নেতা।প্রসঙ্গত, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সংবাদ সম্মেলন করে বলেন, মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।বিএনপি নেতার এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে বিরোধী দল যে বক্তব্য রেখেছে, সেটা হাস্যকর বলে মনে হয়েছে। প্রাথমিক ধাপে ১৩৯টি উপজেলা নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি, মারামারির মাধ্যমে সমাপ্তি হবে। সে কারণে বলতে চাই, এই নির্বাচনে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানি হয়নি। কিছু কিছু জায়গায় ছোটখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। কিন্তু প্রাণহানি হয়নি।’ওবায়দুল কাদের বলেন, ‘এখন ধান কাটার একটা মৌসুম চলছে, ঝড়বৃষ্টিও আছে। আজকেও অনেক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলেছে, ৩০ থেকে ৪০ শতাংশ, এই পরিস্থিতিতে তা সন্তোষজনক। আপাতত এটুকুই বলতে পারি।’প্রথম ধাপের এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশির ভাগ জিতেছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্য হিসাব পরে দিতে পারব। প্রাণহানি ছাড়া একটা নির্বাচন, এটাকে শান্তিপূর্ণই বলতে হবে।’ তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এবং প্রশাসন দৃঢ় অবস্থান নিয়েছে, যে কারণে এটা সম্ভব হয়েছে। দল থেকেও নেত্রীর নির্দেশে নেতা-কর্মীরা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। সে কারণে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হয়েছে।বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রহসনমূলক, জনগণ ভোট দিতে আসবেই না, সেখানে ভোটারের এত উপস্থিতি কীভাবে হলো? এর উত্তর তারাই দিক। বিএনপির অনেক নেতাও প্রার্থী হয়েছেন। বহিষ্কার করেও তাঁদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি বিএনপি।

শেয়ার করুন: