রোববার, ১৯ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিএনপি শুক্রবার, যুবদল শনিবার ঢাকায় সমাবেশ করবে

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৭ মে ২০২৪

বিএনপি শুক্রবার, যুবদল শনিবার ঢাকায় সমাবেশ করবে

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ১০ মে বিএনপি ও ১১ মে জাতীয়তাবাদী যুবদল সমাবেশ করবে। দুটি সমাবেশই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। আজ সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও মহানগর যুবদল পৃথক কর্মসূচি ঘোষণা করে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে তারা এ সমাবেশ করবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি থাকবেন।
অন্যদিকে খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিনসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল। আজ নয়াপল্টনে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর নেতাদের এক সভায় ১১ মে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়।মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে (ভার্চ্যুয়াল) সভায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম, সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন: