
ফাইল ছবি
প্রবাসের বিশিষ্ট কবি সুরীত বড়ুয়ার প্রথম কাব্য গ্রন্থ ‘বিরহের শিলালিপি’র মোড়ক উন্মোচিত হয়েছে। রোববার জুইস সেন্টারে জমকালো অনুষ্ঠানে বইটি আত্মপ্রকাশ করে।
সাহিত্য একাডেমির সহযোগিতায় এবং পরিচালক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রার্থনা সংগীত পরিবেশন করেন শিল্পী তাহমিনা শহীদ। এসময় মন্দিরা শিল্পী শহীদউদ্দিন তাকে সহযোগিতা করেন। এতে সভাপতিত্ব করেন ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন, যথাক্রমে লেখক এবিএম সালেহ উদ্দিন, অধ্যাপিকা হুসনে আরা, প্রিয় রঞ্জন বড়–য়া, নীরা কাদরী, কবি শামস আল মোমিন এবং কথা সাহিত্যিক, লেখক হাসান ফেরদৌস। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়ার পর কবি পরিচিতি তুলে ধরেন কবি কন্যা প্রদীপ্তা বড়–য়া এবং উদিত লাবণী।
এরপর অনুষ্ঠানের সভাপতি আলোচক বৃন্দকে সঙ্গে নিয়ে ‘বিরহের শিলালিপি’র মোড়ক উন্মোচন করেন।
কবি সুরীত বড়ুয়ার কাব্য গ্রন্থ ‘বিরহের শিলালিপি’ থেকে কবিতা আবৃত্তি করেন যথাক্রমে, এলি বড়–য়া, শাহানা বেগম রিনা, পাপড়ি বড়ুয়া,পারভীন সুলতানা এবং প্রবাসের বিশিষ্ট বাচিক শিল্পী মুমু আনসারী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ড. মহাতাপা পালিত, খোরশিদুল ইসলাম, আবেদীন কাদের, সমীরণ বড়ুয়া, রানু ফেরদৌস, রুপা খানম, অমল বড়ুয়া,পূর্ণেন্দু বড়ুয়া, রনি বড়ুয়া প্রমুখ।
সাহিত্য একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, শিপুল বড়ুয়া, সরণ বড়ুয়া, জিনোতোষ বড়ুয়া পঞ্চ, রনি বড়ুয়া, রীতেশ বড়ুয়া ও প্রণয় বড়ুয়া।