শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল

তেজকুনিপাড়া বস্তিতে আগুন, ২০০ ঘর পুড়ে ছাই

ঢাকা অফিস:

প্রকাশিত: ২৩:৫৪, ১৩ মার্চ ২০২৩

তেজকুনিপাড়া বস্তিতে আগুন, ২০০ ঘর পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে আজ ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০০ থেকে ৩০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার দুই ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসমা আক্তার নামের ৪০ বছর বয়সী এক নারী অঝোরে কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি এই বস্তিতে স্বামী সন্তান নিয়ে থাকেন। ছোট এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘরে টিভি, ফ্রিজ, দুই ভরি স্বর্ণালঙ্কারসহ সংসারের যাবতীয় আসবাবপত্র সব পুড়ে শেষ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখানে প্রায় ৬টি বাড়ি রয়েছে। সবগুলো দুই-তিলতলা হবে। প্রতিটি বাড়িতে ঘর রয়েছে ৩০ থেকে ৪০টি। এখন পর্যন্ত প্রায় ২০০ থেকে ৩০০টি বাড়ি পুড়ে গেছে।

 রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

শেয়ার করুন: