ছবি: সংগৃহীত
গভর্নর ক্যাথি হোকুল আজ নিউইয়র্ক স্টেট পুলিশের সুপারিনটেনডেন্ট স্টিভেন জি. জেমসের সাথে যোগ দিয়ে নিউ ইয়র্ক স্টেট পুলিশ একাডেমির ২১৭তম বেসিক স্কুল সেশন থেকে স্নাতক হওয়া ২৩৮ জন নতুন স্টেট ট্রুপারকে সম্মানিত করেন। অনুষ্ঠানটি আলবানির এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
এই স্নাতক অনুষ্ঠানের ফলে স্টেট পুলিশের শপথ গ্রহণকারী সদস্যের সংখ্যা প্রায় ৫,১১০ জনে উন্নীত হলো।
গভর্নর হোকুল বলেন, ‘আমাদের স্টেট পুলিশ নিউ ইয়র্কের সেরা প্রতিনিধিত্ব করে, প্রতিদিন আমাদের কমিউনিটির সুরক্ষা ও নিরাপত্তার জন্য তাদের পূর্ণ নিষ্ঠা ছাড়া আর কিছুই দেয় না। জননিরাপত্তা আমার এক নম্বর অগ্রাধিকার, এবং সমস্ত নিউ ইয়র্কবাসীর পক্ষ থেকে, আমি এই ২৩৮ জন পুরুষ ও নারীকে তাদের নিঃস্বার্থ সেবার অঙ্গীকারের জন্য প্রশংসা জানাই এবং এই অসাধারণ সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানাই।’
নিউ ইয়র্ক স্টেট পুলিশের সুপারিনটেনডেন্ট স্টিভেন জি. জেমস বলেন, ‘আজকের গ্র্যাজুয়েটরা এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা সেবা প্রদানের এক গর্বিত ও সম্মানজনক ঐতিহ্যে যোগদান করলেন। ২১৭তম বেসিক স্কুলের এই পুরুষ ও নারীরা তাদের প্রশিক্ষণের সময় অসাধারণ সংকল্প, সততা এবং সহনশীলতা প্রদর্শন করেছেন। যেহেতু তারা শপথ নিচ্ছেন এবং নিউয়র্কজুড়ে তাদের দায়িত্ব শুরু করছেন, আমি নিশ্চিত যে তারা নিউ ইয়র্ক স্টেট পুলিশকে সংজ্ঞায়িত করা পেশাদারিত্ব এবং জনসেবার উচ্চ মান বজায় রাখবেন।’
সুপারিনটেনডেন্ট জেমস ২১৭তম বেসিক স্কুল সেশনের সকল গ্র্যাজুয়েটদের সম্মান জানানোর পাশাপাশি নি¤œলিখিত পুরস্কারগুলি প্রদান করেন :
স্টেট পুলিশ একাডেমি বেসিক স্কুলে যোগ দেওয়া সকল শিক্ষার্থীর জন্য একটি বিশেষ প্রণোদনা হিসেবে, সুপারিনটেনডেন্ট একাডেমি প্রশিক্ষণের সময় সর্বোচ্চ একাডেমিক পারফরম্যান্সের জন্য একটি আগ্নেয়াস্ত্র পুরস্কারের পৃষ্ঠপোষকতা করেন।
একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপক হলেন ট্রুপার হ্যালি ইয়েগোরভ, বয়স ২৪ বছর। তিনি ব্রুকলিন, নিউ ইয়র্কের বাসিন্দা। তিনি অ্যাসওয়ার্থ কলেজের একজন গ্র্যাজুয়েট, যেখানে তিনি ক্রিমিনাল জাস্টিসে সহযোগী ডিগ্রি লাভ করেন। নিউ ইয়র্ক স্টেট পুলিশে যোগদানের আগে, তিনি নিউ ইয়র্ক সিটির একটি আইন সংস্থায় প্যারালিগ্যাল হিসেবে কাজ করতেন। একাডেমি প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি ৯৭.৩৫ শতাংশের অসাধারণ সামগ্রিক একাডেমিক গড় অর্জন করেন। তাঁকে ট্রুপ কে-তে দায়িত্ব দেওয়া হবে।
সুপারিনটেনডেন্ট’স ফায়ারআর্মস প্রফিসিয়েন্সি অ্যাওয়ার্ড প্রাপক হলেন ট্রুপার জোসু ভি. গারিবয় (ঔড়ংঁব ঠ. এধৎরনধু), বয়স ২৫ বছর, যিনি আলবানি, নিউ ইয়র্কের বাসিন্দা। তিনি আমেরিকান মিলিটারি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, যেখানে তিনি ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নিউ ইয়র্ক স্টেট পুলিশে যোগদানের আগে, তিনি ইউনাইটেড স্টেটস মেরিন কর্পসে চার বছর কাজ করেছেন এবং আলবানি শহরের একজন পুলিশ অফিসার ছিলেন। ফায়ারআর্মস প্রশিক্ষণের সময়, তিনি ২৫০-এর মধ্যে ২৫০-এর নিখুঁত গড় স্কোর অর্জন করেন। তাকে ট্রুপ জি-তে দায়িত্ব দেওয়া হবে।















