
আন্তর্জাতিক ভাসানী সম্মেলনে বক্তারা
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকারসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর চেতনা ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। গত রোববার নিউইয়র্কে মওলানা আব্দুল হামিদ খান ভাষানী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ভাষানী সম্মেলনে এ দাবি জানান বক্তারা। সম্মেলনে ভাষানীর স্মৃতি রক্ষায় ১৯ দফা প্রস্তাবনা গৃহীত হয়।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ড. আসিফ নজরল। ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী ইমাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা পর্বে অন্যান্যের মাঝে অংশ নেন লন্ডন থেকে আগত ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, কানাডা থেকে আগত ভাসানী গবেষক অধ্যাপক ড. আবিদ বাহার, কলকাতার ভাসানী মঞ্চের সৌমিত্র দস্তিদার ও আসিফ রহমান, অধ্যাপক দেওয়ান শামসুল আরেফীন, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির মহাসচিব সৈয়দ টিপু সুলতান, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান ও ফখরুল আলম, সাবেক সহ-সভাপতি আজহারুল হক মিলন, প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক, সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, বিশিষ্ট লেখক মাহমুদ রেজা চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, ফোবানা’র স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, অধ্যাপক ড. শান্তলী হক (এটর্নী), ফোবানা’র এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আযম, মওলানা ভাসানীর ভাতিজা আব্দুর রশীদ খান, জর্জিয়া রাজ্যের কমিউনিটি নেতা নাহিদ এইচ খান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট হাসান আলী, মাহাতাব উদ্দিন আহমেদ, কাজী ফৌজিয়া, এডভোকেট মজিবুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, হাজী আনোয়ার হোসেন, আব্দুল খালেক, আমিন মেহেদী, আশরাফুজ্জামান, আসিফ আকরাম, দারাদ আহমেদ, লুৎফর রহমান হেলাল, প্রফেসর সৈয়দ আজাদ, মিজানুর রহমান প্রমুখ। এই পর্ব সঞ্চালনা করেন ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দিন নাসের।
সম্মেলনে বক্তারা বাংলাদেশের চলমান আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মাওলানা ভাসানীর মত নেতার প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, বাংলাদেশে তার মতো ত্যাগী, ভোগবিলাসহীন সুফী পুরুষ আর দ্বিতীয়টি নেই। তিনি একাধারে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতা ছিলেন। তার তুলনা তিনি নিজেই। কিন্তু দু:খজনক হলেও সত্য আজ জাতির ইতিহাস থেকে তাকে মুছে ফেলা হচ্ছে। আলোচকরা গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভাসানীর মতো সাহসী নেতৃত্বের প্রয়োজনীতা অনুভব করেন। অনুষ্ঠানে সৌমিত্র দস্তিদার নির্মিত মাওলানা ভাসানীর ওপর একটি দীর্ঘ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সম্মেলন উপলক্ষে ‘ভাসানী’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
সম্মেলনে ড. আসিফ নজরুল মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে মওলানা ভাসানীই একমাত্র নেতা যিনি সকল দল-মত, ধর্ম-বর্ণের মানুষকে এক পতকার তলে এক মঞ্চে সমেবেত করতে পারতেন। তার আদর্শই হচ্ছে দেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। সত্যিকারার্থেই তিনি ছিলেন গণমানুষের নেতা, মেহনতি মানুষের নেতা, ক্ষমতার লোভমুক্ত রাজনৈতিক নেতা। যা তিনি তার জীপনযাপনে, কর্মকা-ে প্রমান করে গেছেন।
ড. নজরুল বলেন, মওলানা ভাসানী কেমন ছিলেন, তার দর্শন কি ছিলো তা দেশ ও প্রবাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। কেনো তিনি ফারাক্কা মিছিল করেছিলেন, আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ উঠিয়েছিলেন তাও সবার মাঝে তুলে ধরা প্রয়োজন।
সম্মেলনের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক ইমরান আনসারী। সবশেষে ছিলো সঙ্গীতানুষ্ঠান, এতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীনসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেন করেন। এই পর্ব উপস্থাপনায় ছিলেন প্রবাসী শিল্পী শামীম সিদ্দিকী। অনুষ্ঠানে সর্বস্তরের বিপুলসংখ্যক ভাসানী প্রেমী দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।