শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

লিজিং বেড়েছে ৭০ ভাগ 

ম্যানহাটনের অফিস বাজারে প্রাণ ফিরেছে 

প্রকাশিত: ১৭:০৭, ৭ জুন ২০২৪

ম্যানহাটনের অফিস বাজারে প্রাণ ফিরেছে 

ছবি: সংগৃহীত

ম্যানহাটনের অফিস বাজার প্রাণ ফিরে পেয়েছে। মে মাসের চিত্রে ৭০ ভাগ বাড়ার দারুণ খবর পাওয়া গেছে। বিশেষ করে মিডটাউনে কয়েকটি বড় চুক্তি পরিস্থিতি উন্নতি ঘটাতে সহায়তা করেছে বলে রিয়েল ডিল জানিয়েছে।

মিডটাউনেই প্রায় ২০ লাখ বর্গ ফুট অফিস স্পেস ভাড়া হয়েছে। এর ফলে ম্যানহাটানের তিনটি কেন্দ্রীয় বিজনেস ডিস্ট্রিক্টে মোট প্রায় ৩০ লাখ বর্গ ফুট ভাড়া হয়েছে।
গত বছরের তুলনায় এটি বড় ধরনের একটি সাফল্য। আর সেইসাথে ভাড়া হওয়ার হারটি ২০২০ সালে মহামারির আগের সময়ের কাছাকাছি অবস্থায় চলে এসেছে।
সবচেয়ে বড় লিজ হয়েছে ব্লুমবার্গের ৭৩১ লেক্সিনটন অ্যাভেনিউয়ের চুক্তিটি। ২০১৯ সালের পর এটিই সবচেয়ে বড় চুক্তি। এটিই মে মাসের মোট লিজ ভলিউমের এক তৃতীয়াংশ।
কলিয়ার্সের গবেষণা ও ব্যবসা উন্নয়নবিষয়ক নির্বাহী ব্যবস্থাপক ফ্রাঙ্কলিন ওয়ালাচ বলেন, কয়েকটি উল্লেখযোগ্য চুক্তি মে মাসে ভাড়ার কার্যক্রম জোরদার করেছে। 
তিনি বলেন, চাহিদা অনেক। সরবরাহের সাথে চাহিদা সামঞ্জস্য করতে হিমশিম খেতে হচ্ছে। তবে এখানেই সমাপ্তি টানা ঠিক নয়। বছরের বাকি সময় চাহিদা ও সরবরাহের মধ্যে কেমন ভারসাম্য থাকে, তা দেখার বিষয়।
 

শেয়ার করুন: