ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গত অক্টোবরে একক-পরিবারের নতুন বাড়ি বিক্রি কমে গেছে ১৭ শতাংশ। প্রধানত মর্টগেজ রেট বাড়ার ফলে ক্রেতারা বাড়ি কেনায় নিরুৎসাহিত হয়েছেন। গত মাসের সংশোধিত হিসাবে দেখা যায়, বাড়ি বিক্রি হয়েছে ছয় লাখ ১০ হাজারটি। অর্থাৎ ১৭.৩ শতাংশ কমে গেছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে নতুন বাড়ি বিক্রি সর্বনি¤œ অবস্থায় পৌঁছেছে। এই তথ্য দিয়েছে কমার্স বিভাগের সেন্সাস ব্যুরো।
উল্লেখ্য, সেপ্টেম্বরের অসংশোধিত হিসাবে বাড়ি বিক্রি হয়েছিল ৭,৩৮,০০০টি।
রয়টার্সের জরিপে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি প্রায় ১৫ ভাগ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
নতুন বাড়ি বিক্রি একটি চুক্তি সইয়ের মাধ্যমে হিসাব করা হয়। এটি মাসিকভিত্তিকে হিসাব করা হয়।
অক্টোবরের শেষ নাগাদ ৩০ বছর মেয়াদি ফিক্সড রেট মর্টগেজ গড় হার অক্টোবরের শেষ দিকে ৬.৭২ ভাগে উত্তীর্ণ হয়।
আগামী বছরে সুদের হার কমবে বলে প্রত্যাশা জোরদার হয়েছে মুদ্রাস্ফীতি বাড়ার শঙ্কার মধ্য দিয়ে।
নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ২৫ ভাগ এবং চীনা পণ্যের ওপর আরো ১০ ভাগ হারে কর আরোপ করবেন।
গত সপ্তাহে ৩০ বছর মেয়াদি মর্টগেজ রেট ছিল ৬.৪৮ ভাগ।
নতুন বাড়ি বিক্রি সবচেয়ে বেশি কমেছে জনবসতিপূর্ণ দক্ষিণে, ২৭.৭ ভাগ। ওয়েস্টে কমেছে ৯ ভাগ। তবে মিডওয়েস্টে ১.৪ ভাগ এবং নর্থওয়েস্টে ৫৩.৩ ভাগ বেড়েছে।
এক বছর আগের তুলনায় অক্টোবরে নতুন বাড়ির গড় দাম ৪.৭ ভাগ বেড়ে হয়েছে ৪৩৭,৩০০ ডলার