শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জাবি এলামনাইয়ের নতুন কমিটি 

সভাপতি মেঘনা  সম্পাদক অয়ন

নিউইয়র্ক

প্রকাশিত: ১৯:০৫, ২৪ অক্টোবর ২০২৫

সভাপতি মেঘনা  সম্পাদক অয়ন

ছবি - নবযুগ

বাংলাদেশে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি অন্যতম সরকারি ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে জাহাঙ্গীরনগরের পার্থক্যটা অনেকখানি। এই বিশ্ববিদ্যালয় শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এ যেন হাজারো শিক্ষার্থীদের আবেগ- ভালোবাসা-মায়া-মমতা-স্নেহের নাম। ঢাকার অদূরে সাভারে ৬৯৭.৫৬ একর এলাকা জুড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীদের কোটি কোটি স্মৃতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনেকেই সংক্ষিপ্ত করে ও ভালোবেসে ‘জানবিবি’ বলে ডাকেন।

প্রাণের প্রাঙ্গণে একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও, সময় পেলেই ছুটে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। কিন্তু প্রবাসের জাবিয়ানদের সেই সুযোগ নেই। কিন্তু তাদের রয়েছে প্রবাসের সবচেয়ে বড় এলামনাই সংগঠন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা ঔঅঅঅ. 
জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার (ঔঅঅঅ) ২০২৬-২০২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেঘনা পাল, পরিসংখ্যান বিভাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশান্ত মল্লিক অয়ন, দর্শন বিভাগ।
গত ১৯ অক্টোবর, রোববার নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টের পার্টি হলে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বোসম্মতিক্রমে মেঘনা পাল সভাপতি এবং প্রশান্ত মল্লিক অয়ন সাধারন সম্পাদক নির্বাচিত হন।  উক্ত কার্যকরী কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী, লিটু আনাম এবং তামান্না শবনম পাপড়ি। কার্যকরী সদস্য নির্বাচিত হন যথাক্রমে মারীস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মন্ডল, রুহুল আমিন, অফ্রোদিতি পান্না, মোহাম্মদ নাসির, শামীমারা বেগম, মোস্তফা শারমিন, শারমিন আক্তার রেক্সোনা এবং রাজেশ রায়। উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন যথাক্রমে একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জকি, হুমায়ুন কবির, সুজিত পল, হাবিব রহমান এবং শামীম আল সাইদুজ্জামান।
নবনির্বাচিত সভাপতি মেঘনা পাল বলেন - “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের, সেটি আমেরিকার মাটিতে হলে দায়বদ্ধতা আরো বেড়ে যায়। সকলের দোয়া ও সহযোগীতা চাই যেন এই দায়িত্ব পালন করতে পারি।” নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন বলেন- “সাংস্কৃতিক রাজধানী হিসেবে আমাদের দায়িত্ব অনেক, কাজের ক্ষেত্রও বিশাল, সকলের সহযোগিতা চাই।”
খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে একটি জাকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও শপথ পাঠ করানো হবে। বর্তমান কমিটির সভাপতি শামীমারা বেগম ও সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন।
 

শেয়ার করুন: