শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রোজ দুই-তিন কিলোগ্রাম করে গালি খাই, সেটাই আমার পুষ্টি: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ১২ নভেম্বর ২০২২

রোজ দুই-তিন কিলোগ্রাম করে গালি খাই, সেটাই আমার পুষ্টি: মোদি

রোজ দুই-তিন কিলোগ্রাম করে গালি খাই, সেটাই আমার পুষ্টি: মোদি

বিরোধীদের গালিতে বিন্দুমাত্র আপত্তি নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমনকি তার দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি'কে কেউ গালি দিলেও কিছু যায় আসে না বলে জানান তিনি  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ নভেম্বর) ভারতের তেলঙ্গানা রাজ্যে দলীয় কর্মসূচিতে গিয়ে কথা জানালেন তিনি নিজেই

বিজেপি' দলীয় কর্মসূচিতে মোদি বলেন, আমি কখনও ক্লান্ত হই না কারণ আমি প্রতি দিন দুই-তিন কিলোগ্রাম গালি খাই কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয় এর পরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম উল্লেখ না করেই তিনি বলেন, আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না চড়া মূল্য দিতে হবে তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলো রূপায়ণে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মোদি মোদি বলেন, রাজনীতি করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর

উল্লেখ্য, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি তবে এসবের মধ্যেই গত সপ্তাহে মুনুগোড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়েছে চন্দ্রশেখরের দল

শেয়ার করুন: