মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অ্যাডামসের তদন্তাধীন দলের  জন্য ব্যয় ৩ মিলিয়ন ডলার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৫২, ২৬ অক্টোবর ২০২৪

অ্যাডামসের তদন্তাধীন দলের  জন্য ব্যয় ৩ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

মেয়র এরিক অ্যাডামস এবং বর্তমানে সাবেক হয়ে যাওয়া তার ১৩ জন সহকর্মীর পেছনে করদাতাদের বছরে ৩০ মিলিয়ন ডলার ব্যয় হতো বলে নতুন এক বিশ্লেষণে জানা গেছে।

অ্যাডামসের বার্ষিক বেতন ২৫৮,৭৫০ ডলার, সাবেক স্কুলস চ্যান্সেলর ডেভিড ব্যাংকসের বেতন ৩৬৩,৩৪৬ ডলার, ব্যাংকের স্ত্রীর (সাবেক ডেপুটি মেয়র শিনা রাইট) বেতন ২৭৫,০০০ ডলার, ব্যাংকের ভাইয়ের (সাবেক ডেপুটি মেয়র ফিলিপ ব্যাংকস) বেতন ২৫১,৯৮২ ডলার ছিল।
এফবিআই অ্যাডামস এবং ব্যাংকসদের বাড়িতে তল্লাসি চালিয়েছে, তাদের ফোনগুলো জব্দ করেছে।
অ্যাডামসের সাবেক সিনিয়র উপদেষ্টা ইনগ্রিড লুইস-মার্টিনের বিরুদ্ধেও সম্প্রতি পরোয়ানা জারি করা হয়েছে। জাপান থেকে ফেরার পথে কেনেডি বিমানবন্দরে তার ফোন জব্দ করা হয়েছে। তার বেতন ছিল ২৫২,৯৮২ ডলার।
সাবেক সিনিয়র উপদেষআ টিমোথি পিয়ারসনের বেতন ছিল ২৪২,০০০ ডলার। তার ফোনও জব্দ করা হয়েছে। গত মাসে তিনি পদত্যাগ করেন।
তালিকায় সাবেক পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবানের নামও রয়েছে। এছাড়া বর্তমান অন্তর্বর্তী কমিশনার টম ডোনলনও আছেন। তাদের বেতন ছিল ২৪২,৫৯২ ডলার করে।
কর্তৃপক্ষ ক্যাবানের বাড়িতে তল্লাসি চালিয়েছে। আর অবসরপ্রাপ্ত শীর্ষ এফবিআই অ্যাজেন্ট ডোনলনের বাড়িতেও হানা দেওয়া হয়েছে।
অ্যাডামসের গার্লফ্রেন্ড ট্রাসি কলিন্সকে দেওয়া হতো ২২১,৫৯৭ ডলার করে। তিনি ছিলেন সিটি এডুকেশন ডিপার্টমেন্টের সিনিয়র উপদেষ্টা। তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি। তবে তিনিও শেষ পর্যন্ত তদন্তের আওতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তুর্কিদের কাছ থেকে অর্থ সংগ্রহে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে।
অ্যাডামস অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।
তালিকায় উইনি গ্রেকো, রানা আবোসোভা ও মোহাম্মদ বাহির নামও আছে। গ্রেকোর পেতেন এক লাখ ডলার। আর বাহি ও আরোসোভা পেতেন ৮০ হাজার ডলার করে।
চলতি মাসের প্রথম দিকে ম্যানহাটন ফেডারেল আইনজীবীরা বাহির বিরুদ্ধে আনা অভিযোগ বলেন, তিনি মেয়রের বিরুদ্ধে মামলার প্রমাণগুলো ধ্বংস করছেন।
গ্রেকো সম্প্রতি পদত্যাগ করেছেন। তিনি চীনা নাগরিকদের সাথে সম্পর্ক রাখতেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানিয়েছে, অ্যাডামসের বিরদ্ধে অপরাধ মামলার গুরুত্বপূর্ণ ব্যক্তি আবোসোভাকে বরখাস্ত করা হয়েছে।
আর মলি স্কফারের বেতন ছিল ২০১,০০০ ডলার। তিনিও সন্দেহের তালিকায় আছেন।
এরপর আছে শেরিফ অ্যান্থনি মিরান্ডার নাম। তিনি আয় করেছেন ২১৩,০০০ ডলার। 
তবে মেয়রের অফিস এসব পরিসংখ্যান নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে, ৮৩ লাখ নিউ ইয়র্কবাসীকে সেবা দিতে নগরীতে প্রতিদিন তিন লাখের বেশি লোক কাজ করে। তারা আমাদের রাস্তা পরিষ্কার করে, আমাদের এলাকাকে নিরাপদ রাখে, আমাদের বাচ্চাদের স্কুলে যাওয়া নিশ্চিত করে, আরো অনেক কাজ করে।
 

শেয়ার করুন: