মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কিছু নির্দিষ্ট ক্ষেত্রে তা প্রযোজ্য

ওয়ার্ক পারমিট নবায়ন মেয়াদ এখন থেকে ১৮০ দিন

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৪, ৩ নভেম্বর ২০২৩

ওয়ার্ক পারমিট নবায়ন মেয়াদ এখন থেকে ১৮০ দিন

ফাইল ছবি

ওয়ার্ক পারমিট নবায়নে সুখবর এসেছে। নির্দিষ্ট কিছু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই ১৮০ দিনের জন্য রিনিউ বেড়ে যাচ্ছে। যারা ফরম আই-৭৬৫ দাখিল করেছেন, তারা এই সুবিধা পেতে যাচ্ছেন। ৩০ অক্টোবর জারি হওয়া এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। যারা টেম্পরারি প্রটেকশন স্ট্যাটাস বা অ্যাসাইলামের জন্য আবেদন করেছেন বা গ্রহণ করেছেন, তারাও এই সুবিধা ভোগ করবেন।

এর আগে ২০২২ সালের মে মাসে ইউএসসিআইএস টেম্পোরারি ফাইনাল রুল (টিএফআর) প্রবর্তন করেছিল। এতে নির্দিষ্ট ইএডি বা ওয়ার্ক পারমিট নবায়ন আবেদনকারীদের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ১৮০ দিন থেকে ৫৪০ দিন বাড়ানো হয়েছিল। তবে ৩০ অক্টোবরের ঘোষণাটি তাতে কোনো পরিবর্তন আনবে না। অর্থাৎ তাদের ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বহাল থাকবে।

ইএডি প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াসে চলমান কার্যক্রমগত অগ্রগতি সত্ত্বেও ইউএসসিআইএস নতুন নিয়ন্ত্রণ কার্যক্রমের প্রয়োজনীয়তা মূল্যায়ন করছে।

যারা যোগ্য বিবেচিত হবেন, তাদের এমপ্লয়মেন্ট অথোরাইজেশন এবং ইএডি বৈধতার স্বয়ংক্রিয় বৃদ্ধি ১৮০ দিন মেয়াদে নির্ধারিত থাকবে। এটি ২০২৩ সালের ২৭ অক্টোবর বা এর পরে ফরম আই-৭৬৫ নবায়ন আবেদন সময়মতো দাখিল করেছেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ধরা যাক, আপনি টিএফআরের আওতায় আগেই স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা লাভ করেছেন। ক্ষেত্রে এর সমাপ্তি হবে আপনার আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের সময় কিংবা আপনার ৫৪০ দিন পর্যন্ত নবায়ন আবেদনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। সেটি আগে আসে, সেটিই কার্যকর হবে।

শেয়ার করুন: