ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটি স্কুলগুলোর প্রধান কর্মকর্তার নাম ঘোষণা করা হয়েছে। বর্তমান প্রধান ডেভিড ব্যাংকস অবসর গ্রহণের কথা ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ঘোষণা হলো। ব্যাংকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তারই ডেপুটি মেলিসা আভিলেস-রামোস। নতুন শিক্ষাবর্ষ থেকে তিনি ওই দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পাওয়ার পর আভিলেস-রামোস জানিয়েছেন, ‘আমি চাই আপনারা আমাকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখবেন।’
অন্যদিকে মেয়র অ্যাডামস জানিয়েছেন, আলিভেস-রামোস ‘সম্প্রদায়গত সম্পৃক্ততার বিপুল অভিজ্ঞতা নিয়ে আসবেন।’
আলিভেস-রামোস ফ্যামিলি, কমিউনিটি এনগেজমেন্ট এবং এক্সটারনাল অ্যাফেয়ার্সবিষয়ক ডেপুটি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যাংকের অবসরগ্রহণের পর তিনি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্যাংকস ও তার প্রশাসন অবসরগ্রহণের কয়েক মাস আগেই নতুন কাউকে নিয়োগ করার ঘোষণা দিয়েছিলেন। তার আলোকেই এই নিয়োগ হয়।
এ ব্যাপারে অ্যাডামস বলেন, ‘মেলিসা নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলগুলোর ব্যাপারে অভিজ্ঞ লোক। তাছাড়া তিনি সারা জীবনই শিক্ষাবিদ হিসেবে কাজ করেছেন। আমার মনে হয়, ওই পদে তিনিই সবচেয়ে যোগ্য নারী।’
আলিভেস-রামোস ১৭ বছর আগে নিউ ইয়র্ক স্কুলসে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে চলতি বছরের প্রথম দিকে মনরো কলেজে যোগ দিয়ে নগরীর শিক্ষাব্যবস্থা থেকে সরে গিয়েছিলেন।
তবে জুলাই মাসে তিনি আগের পদে ফিরে আসেন।
বিদায়ী চ্যান্সেলর ব্যাংকসও মেলিসার প্রশংসা করেন। তিনি আশা করেন, তার নেতৃত্বে স্কুল সিস্টেম আরো উন্নতি করবে।