শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে ১৫ লাখ লোক অনাহারে ! (দেখুন ভিডিওসহ নিউজ )

নবযুুগ রিপোর্ট

আপডেট: ২২:১২, ২৬ নভেম্বর ২০২২

ভাবতে পারেন, নিউইয়র্ক সিটির মতো নগরীতে চলতি বছর প্রায় ১৫ লাখ লোক আহার জোগাড় করতে পারেনি!  হোয়াইহাঙ্গার নামের একটি অমুনাফামূলক দাতব্য সংস্থা এ হিসাবটি দিয়েছে। আর অভুক্ত লোক কেবল নিউইয়র্ক সিটিতেই নয়, সারা যুক্তরাষ্ট্রেই রয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে তিন কোটি ৩৮ লাখ আমেরিকান অনাহারে থাকে। এদের মধ্যে শিশু আছে ৯০ লাখের বেশি।

অভুক্ত লোকদের আহারের সংস্থান করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর একটি হলো হাঙ্গারথিয়ন। এতে অনলাইন টেন্ডার, সামাজিক মাধ্যমে কার্যক্রম, রেডিও সম্প্রচার ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে অভুক্ত লোকদের খাবারের সংস্থান করার চেষ্টা করা হয়। আমেরিকাজুড়ে অভুক্তদের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া হাঙ্গারথিয়ন গিফটও সংগ্রহ করে এই লড়াইয়ে সামিল হওয়ার ব্যবস্থা আছে।

শেয়ার করুন: