বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ব্যস্ততা থ্যাংকগিভিং-এ

৫৫ মিলিয়ন আমেরিকান রাস্তায় আর আকাশে (দেখুন ভিডিওসহ নিউজ )

নিম্মি নাহার

আপডেট: ২২:১২, ২৬ নভেম্বর ২০২২

দুই দশকের মধ্যে এবারের থ্যাংকসগিভিং হলিডে হতে যাচ্ছে তৃতীয় ব্যস্ততম ট্রাভেল সিজন সময় প্রায় ৫৫ মিলিয়ন আমেরিকান ভ্রমণ করার পরিকল্পনা করছে

থ্রিপল -এর পূর্বাভাসে বলা হয়েছে, গত বুধবার থেকে রোববারের মধ্যবর্তী সময়ের হলিডেতে ৫৪. মিলিয়ন পর্যটক ৫০ মাইল বা তার বেশি পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা করছে কেবল ২০০৫ ২০১৯ সালে এর বেশি পর্যটক ছিল

এবার বেশির ভাগ আমেরিকান, প্রায় ৪৯ মিলিয়ন লোক, গাড়ি করে ভ্রমণ করার পরিকল্পনা করছে আর প্রায় . মিলিয়ন লোক বিমানযোগে ভ্রমণ করছে বলে ধারণা করা হচ্ছে

থ্রিপল নর্থইস্ট ভিপি ম্যারি মাগুইর বলেন, এবারের থ্যাংকসগিভিংয়ে পরিবার বন্ধুরা একসাথে সময় কাটানোর জন্য অধীরে আগ্রহে অপেক্ষা করছে ফলে গত দুই দশকের মধ্যে এটি হতে যাচ্ছে অন্যতম ব্যস্ত ট্রাভেল সিজন আবার ছুটি ভালোভাবে উপভোগ করার জন্য অনেকে আগেভাগেই বের হয়ে যেতে পারে বা একটু দেরিতে ফিরতে পারে তাদের অনেকে বাইরে থেকে অফিস করার পরিকল্পনা করছে

থ্যাংকসগিভিংয়ের সময় সাধারণত ব্যস্ততম ট্রাভেলিং দিবস হয় মঙ্গলবার, বুধবার রোববার

চলতি বছর ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মতে, মঙ্গলবার সবচেয়ে ব্যস্ত ট্রাভেল ডে ছিল ওই দিন প্রায় ৪৮ হাজার লোকের ফ্লাইট শিডিউল ছিল বলা হয়েছে, টিএসএ বিমানবন্দর চেকপয়েন্টে মঙ্গলবার ,২৯৯,৩৪৬ জন পাড়ি দিয়েছেইউএস এয়ার ক্যারিয়ারগুলো জানিয়েছে, তারা পর্যটকদের ঢল সামাল দেওয়ার  চেষ্টা করছে

শেয়ার করুন: