ছবি: সংগৃহীত
এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) অভিবাসীদের তাদের কাজের অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করার সুযোগ দেওয়া বন্ধ করেছে। এই পরিবর্তনের ফলে অ্যারিজোনার হাজার হাজার মানুষ কাজ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসী শিশুরাও ক্ষতিগ্রস্ত হবে।
অস্থায়ী কাজের অনুমতিপ্রাপ্ত অভিবাসীরা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করতে পারতেন কারণ ইউএসসিআইএস-এ প্রক্রিয়াগত জটিলতা ছিল। এ কারণে হাজার হাজার মানুষ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চাকরি হারানোর ঝুঁকিতে ছিল। কিন্তু গত মাসে ট্রাম্প প্রশাসন জালিয়াতি প্রতিরোধের অজুহাতে ওই স্বয়ংক্রিয় নবায়নের অনুমতি বাতিল করার কথা ঘোষণা করে।
কিডস ইন নিড অফ ডিফেন্স-এর বৈশ্বিক নীতি ও অ্যাডভোকেসির প্রধান জেনিফার পডকুল বলেছেন, অভিভাবকহীন অভিবাসী শিশুরা এই কাজের অনুমোদনকেই তাদের পরিচয়ের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে।
তিনি বলেন, ‘যেসব কাজে আপনি এবং আমি আমাদের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করি, এই শিশুরা তাদের ওয়ার্ক পারমিটের ওপর নির্ভর করে, কারণ এটিই হতে পারে তাদের কাছে থাকা মার্কিন সরকার কর্তৃক জারি করা একমাত্র সরকারি আইডি।’
পডকুল বলেন, কর্মক্ষেত্রে সুরক্ষাসহ চাকরি হারানোর পাশাপাশি, একটি বৈধ মার্কিন আইডি না থাকলে, শিশুরা বাসে উঠতে বা স্কুলের জন্য আর্থিক সহায়তার আবেদন করতেও বাধাগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, ‘এটা থাকা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা ভ্রমণ করতে পারা বা নির্দিষ্ট কিছু ভবনে প্রবেশ করার মতো দৈনন্দিন কাজগুলো করতে পারে।’
বছরের শুরু থেকে ফেডারেল অর্থায়নে কাটছাঁটের কারণে আরো বেশি অভিভাবকহীন অভিবাসী শিশু—অর্থাৎ যারা একা ইউএস-মেক্সিকো সীমান্ত পেরিয়ে এসেছে- তারা অভিবাসন আদালতে আইনজীবী ছাড়াই অপসারণ প্রক্রিয়ার সম্মুখীন হচ্ছে।

















