ছবি: সংগৃহীত
স্বঘোষিত সমাজতন্ত্র-বিরোধী মধ্যপন্থী লং আইল্যান্ডের প্রতিনিধি টম সুওজ্জি ধনীদের ওপর কর বাড়াতে চান- কিন্তু তারপরও তিনি সিটি মেয়র-নির্বাচিত জোরান মানদানির দর্শনের সাথে একমত নন।
লং আইল্যান্ডের ডেমোক্র্যাট সুওজ্জি নিউ ইয়র্কে কর বাড়ানোর বিরুদ্ধে, বরং তিনি চান বার্ষিক ৪ লাখ ডলার বা তার বেশি আয় করা ব্যক্তিদের জন্য ফেডারেল আয়কর বাড়ানো হোক।
বুধবার মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের রাজ্যের বা সিটি স্তরে নয়, বরং ফেডারেল স্তরে আমেরিকার সবচেয়ে ধনীদের ওপর কর বাড়ানো উচিত। নিউ ইয়র্কে করের হার ইতিমধ্যেই অনেক বেশি এবং মানুষ এখান থেকে চলে যাচ্ছে।’
তিনি বলেন, এই ফি থেকে সংগৃহীত অতিরিক্ত রাজস্ব রাজ্যের কাছে ফেরত দেওয়া উচিত এবং তা ‘বিশেষভাবে স্থানীয় কর হ্রাসের জন্য’ ব্যবহার করা উচিত।
উল্লেখ্য, মেয়র নির্বাচনে মানদানির বদলে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কোমোকে সমর্থন করেছিলেন।
সুওজ্জি বলেন, ‘নিউ ইয়র্ক যতটা করের অর্থ ওয়াশিংটনে পাঠায়, তার চেয়ে অনেক কম ফেরত পায়। অবশ্য, পরিবার এবং ব্যবসাগুলো দেশের সর্বোচ্চ করের বোঝার মধ্যে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের সেই টাকা ফিরিয়ে আনা উচিত, যাতে নিউ ইয়র্কবাসীদের উপর চাপ কমে এবং মানুষ আমাদের রাজ্য ছেড়ে যাওয়া বন্ধ করে।’
এই মন্তব্যগুলো ডব্লিউএনওয়াইসি রেডিওতে তার উপস্থিতির পর আসে। এখানে উপস্থাপক ব্রায়ান লেইরার জিজ্ঞাসা করেছিলেন যে কংগ্রেস সদস্য কোটিপতিদের উপর সিটি ইনকাম ট্যাক্স ২ শতাংশ পয়েন্ট বাড়ানোর মানদানির পরিকল্পনার সাথে একমত কিনা। এর জবাবে সুওজ্জি প্রথমে এ পরিকল্পনাটি ছড়িয়ে দেন।
সুওজ্জি বলেন, ‘আমি ফেডারেল স্তরে আমেরিকার সবচেয়ে ধনীদের উপর ২.৬ শতাংশ বৃদ্ধি চাই। আমি ফেডারেল স্তরে উচ্চ সম্পদশালী ব্যক্তিদের, অর্থাৎ যারা বছরে প্রায় ৪,০০,০০০ ডলার আয় করেন, তাদের উপর ২ শতাংশ বৃদ্ধি- আসলে ২.৬ শতাংশ বৃদ্ধি দেখতে চাই।’
রিপাবলিকানরা এই প্রস্তাবের সমালোচনা করেছেন। তারা বলেছেন যে সুওজ্জির এই কর বাড়ানোর প্রস্তাবটি আগামী বছর হাউজ ডিস্ট্রিক্ট ৩ আসনের (যা নাসাউ কাউন্টি এবং কুইন্সের অংশবিশেষ অন্তর্ভুক্ত) নির্বাচনের প্রচারে একটি বড় ইস্যু হবে।

















