শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বন্ধকি জালিয়াতির  অভিযোগ : নির্দোষ  দাবি এজির

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:১২, ১৪ নভেম্বর ২০২৫

বন্ধকি জালিয়াতির  অভিযোগ : নির্দোষ  দাবি এজির

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস শুক্রবার ফৌজদারি অভিযোগের প্রেক্ষাপটে নিজেকে নির্দোষ দাবি করেছেন। পাঁচ বছর আগে ভার্জিনিয়ার নরফোকে একটি বাড়ি কেনার সময় তিনি ব্যাংক জালিয়াতি করেছিলেন এবং ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে মিথ্যা বিবৃতি দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে একজন প্রসিকিউটর এই অভিযোগগুলো এনেছিলেন, যাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি চাপের মুখে পদত্যাগ করার পর দ্রুত নিয়োগ করেছিলেন। জেমসের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির একটি এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে মিথ্যা বিবৃতি দেওয়ার একটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ এবং তার অধিকার সম্পর্কে তিনি বুঝেছেন কিনা জানতে চাওয়া হলে জেমস বলেন, ‘হ্যাঁ বিচারক।’
জেমসের বিরুদ্ধে বিচার বিভাগের এই তদন্ত শুরু হয় ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পাল্টের অভিযোগের ভিত্তিতে। পাল্ট অভিযোগ করেন, জেমস ঋণের আবেদনে তার আবাসনের যে অবস্থা উল্লেখ করেছিলেন, তার ওপর ভিত্তি করে তিনি বন্ধকি জালিয়াতি করে থাকতে পারেন।
অভিযোগে বলা হয়েছে যে, অনুকূল বন্ধকি শর্ত পাওয়ার জন্য জেমস মিথ্যাভাবে দেখিয়েছিলেন যে তিনি ২০২০ সালে নরফোকের যে সম্পত্তিটি কিনেছিলেন, সেটি দ্বিতীয় বাসস্থান হিসেবে ব্যবহৃত হবে। প্রসিকিউটররা দাবি করেছেন যে জেমস আসলে সেটিকে একটি বিনিয়োগ সম্পত্তি হিসেবে ব্যবহার করেছিলেন, যা তিনি একটি পরিবারের কাছে ভাড়া দিয়েছিলেন এবং সেখানে বসবাসের কোনো উদ্দেশ্য তার ছিল না।
নিউ ইয়র্কের এই অ্যাটর্নি জেনারেল, যিনি ২০২৪ সালে ট্রাম্প এবং তার পারিবারিক সংস্থার বিরুদ্ধে একটি বিতর্কিত দেওয়ানি জালিয়াতির মামলায় জয়ী হয়েছিলেন, তিনি সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বিচার বিভাগ কর্তৃক অভিযুক্ত হওয়া বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তির মধ্যে একজন। উল্লেখ্য, ট্রাম্প তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু হিসেবে যাদের মনে করেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পরই এই অভিযোগগুলো আনা হয়েছে।
 

শেয়ার করুন: