শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কের আসন্ন গভর্নর নির্বাচন

হোকুলের চেয়ে ৩ পয়েন্টে  পিছিয়ে স্টেফানিক

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:১০, ১৪ নভেম্বর ২০২৫

হোকুলের চেয়ে ৩ পয়েন্টে  পিছিয়ে স্টেফানিক

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের গভর্নর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিক বর্তমান গভর্নর ক্যাথি হোকুলের চেয়ে মাত্র ৩ শতাংশ পয়েন্টে পিছিয়ে আছেন বলে একটি জনমত জরিপে দেখা গেছে। এটি প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে যে, স্টেফানিক যদি রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হন, তাহলে এই প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হতে পারে।

স্বাধীন বাজার গবেষণা সংস্থা জে.এল. পার্টনার্স দ্বারা নিউইয়র্কের ৫০০ জন সম্ভাব্য ভোটারের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, একটি কাল্পনিক প্রতিদ্বন্দ্বিতায় হোকুল ৪৬ শতাংশের বিপরীতে স্টেফানিক ৪৩ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে ১১ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি।
জরিপে দেখা গেছে, প্রাইমারিতে ৪১ বছর বয়সী স্টেফানিক নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যানের চেয়ে অনেক এগিয়ে আছেন (৭৪ শতাংশের বিপরীতে ৫ শতাংশ)।
রিপাবলিকান প্রাইমারি প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে অবহিত একটি সূত্রের মতে, ৭০ বছর বয়সী ব্ল্যাকম্যান এই সপ্তাহের মধ্যেই তার গভর্নরের প্রার্থিতা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
৯-১০ নভেম্বর পরিচালিত এই জরিপে দেখা গেছে যে, নিউইয়র্কের সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪০ শতাংশ হোকুলের কাজের পারফরম্যান্সকে জোরালোভাবে বা মোটামুটিভাবে সমর্থন করেন, অন্যদিকে ৫৪ শতাংশ মোটামুটিভাবে বা জোরালোভাবে তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
জরিপে দেখা গেছে, ৩৭ শতাংশ ভোটার স্টেফানিককে খুবই বা মোটামুটি অনুকূলভাবে দেখেন, যেখানে ৩২ শতাংশ ভোটার তাঁকে মোটামুটি বা খুবই প্রতিকূলভাবে দেখেন।
এই জরিপের ত্রুটির মাত্রা ছিল ৪.৪ শতাংশ।
প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী সমর্থক স্টেফানিক গত সপ্তাহে তার গভর্নরের প্রার্থিতা ঘোষণা করেন।
তিনি ২০১৪ সালে নিউ ইয়র্কের ২১তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্ব করার জন্য কংগ্রেসে নির্বাচিত হন এবং ২০২১-২৫ সাল পর্যন্ত হাউজ জিওপি কনফারেন্সের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
ট্রাম্প তাকে জানুয়ারিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য মনোনীত করেছিলেন। কিন্তু ট্রাম্পের এজেন্ডা পাসে কংগ্রেসে তার ভোটের প্রয়োজন হওয়ায় পরে ওই মনোনয়ন প্রত্যাহার করা হয়।
 

শেয়ার করুন: