ছবি: সংগৃহীত
গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছেন, নিউইয়র্ক রাজ্যজুড়ে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রসারে সহায়ক সক্রিয় পরিবহন-সম্পর্কিত প্রকল্প এবং কর্মসূচির জন্য নতুন ৯ কোটি ৭৪ লাখ ডলারের তহবিল পাওয়া যাচ্ছে। এই আহ্বানের অধীনে নির্বাচিত প্রকল্পগুলো নিরাপদ, নির্ভরযোগ্য এবং স্থিতিস্থাপক পরিবহন ব্যবস্থা প্রদানের মাধ্যমে কমিউনিটি-কেন্দ্রিক পরিবহনের প্রতি পরিবহন বিভাগের প্রতিশ্রতিকে সমর্থন করবে।
নির্বাচিত প্রকল্পগুলো, যার মধ্যে পথচারী ও সাইকেল আরোহীদের জন্য বহু-ব্যবহারের পথ অন্তর্ভুক্ত থাকবে, তা কমিউনিটিগুলোকে সংযুক্ত করবে, জীবনযাত্রার মান উন্নত করবে, পরিবেশ রক্ষা করবে এবং নিউ ইয়র্ক রাজ্যের অর্থনৈতিক কল্যাণে সহায়তা করবে।
গভর্নর হোকুল বলেন, ‘রাজ্যজুড়ে কমিউনিটি-কেন্দ্রিক পরিবহন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে নিউইয়র্ক এমন এক পরিবহনের জন্য জাতীয় উদাহরণ তৈরি করছে যা শুধু সবুজ এবং স্বাস্থ্যকরই নয়, বরং স্থানীয় অর্থনীতিকেও উৎসাহিত করে। এই বুদ্ধিদীপ্ত বিনিয়োগগুলো সকল নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী পরিবহন বিকল্প এবং উন্নত জীবনযাত্রার মানের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে, একই সাথে এম্পায়ার স্টেটজুড়ে পরিবেশকেও রক্ষা করে।’
ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস প্রোগ্রাম-এর তহবিল ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন-এর মাধ্যমে রাজ্যকে দেওয়া হয়েছে এবং এটি নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন কমিশনার মারি থেরেসে ডমিঙ্গুয়েজ বলেন, ‘পরিবহনের সকল ধরনের ওপর গুরুত্ব আরোপকারী সংবেদনশীল নীতির মাধ্যমে, গভর্নর হোকুল নিউইয়র্কবাসীদের কাজ ও দৈনন্দিন জীবনের জন্য নিরাপদ, কমিউনিটি-কেন্দ্রিক ভ্রমণ পদ্ধতি সরবরাহ করছেন, যা এই অঞ্চলের চরিত্র ও প্রবেশগম্যতাকে উন্নত করছে। এগুলো সাশ্রয়ী মূল্যের পরিবহন সমাধানের সরাসরি বিনিয়োগ, যা কমিউনিটিগুলোকে এমন প্রকল্পগুলোতে বিনিয়োগ করার সুযোগ করে দেয় যা পরিবহনের গতিশীলতা এবং নিরাপত্তা বাড়ায়।’

















