মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জামিন বিল নিয়ে আর কিছু বলবেন না তিনি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:২৩, ৫ আগস্ট ২০২২

জামিন বিল নিয়ে আর কিছু বলবেন না তিনি

ফাইল ছবি

নিউইয়র্ক সিটিতে অপরাধ বাড়ার জন্য বিচারকদের দায়ী করার এক দিন পর গভর্নর ক্যাথি হোকুল নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত রাজ্যের জামিন আইনের পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ফলে আগামী জানুয়ারির আগে ব্যাপারে কোনো পরিবর্তন হচ্ছে না।

সিটি মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে পদক্ষেপ গ্রহণের আহ্বান সত্ত্বেও তিনি এই অবস্থানের কথা ঘোষণা করলেন।

তিনি জানান, বর্তমান ব্যবস্থাটি কাজে লাগে কিনা তা দেখতে হবে। অধিবেশন আগামী জানুয়ারিতে আবার বসবে। ওই সময়ের মধ্যে আমরা আমাদের পরিবর্তনের প্রকৃত প্রভাব মূল্যায়ন করতে সক্ষম হবো।

আগামী নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্যাথি হোকুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান লি জেলদিন। তিনি রাজ্যের অপরাধ বিচারব্যবস্থা কঠোর করার পক্ষে মতপ্রকাশ করেছেন।

নিউইয়র্ক সিটিতে সাম্প্রতিক সময়ে অপরাধ ব্যাপকমাত্রায় বেড়ে গেছে। এজন্য অপরাধীদের সহজে জামিন পাওয়াকে অনেকে দায়ী করছেন। এক পরিসংখ্যানে ;েখা যায়, গত এক বছরে বড় অপরাধ বেড়েছে ৪০ ভাগ। দাগি আসামিরা জামিনের সুযোগ নিয়ে অব্যাহতভাবে অপরাধ করে যাচ্ছে।

মেয়র অ্যাডামস জানিয়েছেন, নিউইয়র্ক সিটিতে গত এক বছরে বন্দুক বহনের দায়ে আটক ৮০ ভাগ লোকই গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে গেছেন।

জামিন ব্যবস্থা পরিবর্তন নিয়ে বিরোধ থাকলেও গভর্নর নির্বাচনে ইতোমধ্যেই হোকুলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন অ্যাডামস।

শেয়ার করুন: