শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে তিনবাংলার মতবিনিময়

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ৩১ জুলাই ২০২২

কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে  তিনবাংলার মতবিনিময়

তিন বাংলার মতবিনিময়

নিউইয়র্কের বাংলা বইমেলা অংশ নিয়েছেতিনবাংলা পয়লা আগস্টকনসার্ট ফর বাংলাদেশঅনুষ্ঠানও করছে। দুটি বিষয়ে জ্যামাইকা এলাকায় মতবিনিময়ের আয়োজন করা হয় তিনবাংলার পক্ষ থেকে। এতে সভাপতিত্ব করেন তিনবাংলা প্রেসিডিয়াম প্রধান আবু খালিকুজ্জামান। তিনবাংলা ইউএসএ সভাপতি নার্গিস আহমেদ নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক মুক্তিযোদ্ধা . মহসীন আলী। সম্মানিত অতিথি ছিলেন ভারতবাংলা জনপ্রিয় পদ্যকার অভীক বসু। ব্যবাসীয় সমাজসেবক এম. আনোয়ার  হোসেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী। লেখক শরীফ মাহবুবুল আলম বইমেলা এবং গায়ক সেলিম ইব্রাহীম কনসার্ট ফর বাংলাদেশ প্রসঙ্গে মতবিনিময় করেন।

৩১ জুলাই পর্যন্ত জ্যামাইকাতে বাংলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।তিনবাংলাএতে বাংলাদেশ, ভারত প্রবাসবাংলা বই বিপণন করবে। সংগঠন সংশ্লিষ্ট প্রয়াত খ্যাতিমান লেখকেরাও এতে গুরুত্ব পাচ্ছেন। রাহাত খান, নবনীতা দেব-সেন, সুনীল গাঙ্গুলী, রাণা চট্টোপাধ্যায় প্রমুখের বই পাওয়া যাবে তিনবাংলার স্টলে।

এছাড়া প্রবাসবাংলা তথা আমেরিকা-কানাডা-ব্রিটেনের লেখকেরা মেলায় সরাসরি অংশ নিচ্ছেন। থাকছেন মুক্তিযোদ্ধা-লেখক . মহসীন আলী। বাংলায় মূলধারায় বেরিয়েছে প্রায় ১৫টি গ্রন্থ। এছাড়াও অন্যান্য লেখকের বইও বিপণনের সিদ্ধান্ত নেওয়া মতবিনিময় সভায়।

শেয়ার করুন: