বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটি অফিসারদের বনভোজন সম্পন্ন

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১২:১৩, ৩১ জুলাই ২০২২

বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটি অফিসারদের বনভোজন সম্পন্ন

বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটি অফিসারদের বনভোজন সম্পন্ন

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি স্কুল সেফটি অফিসারদের সংগঠন বাংলাদেশি-আমেরিকান স্কুল সেফটি অ্যাসোসিয়েশনের (বাসসা) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত বনভোজনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল সেফটি অফিসারেরা তাদের পরিবার নিয়ে মিলিত হন।

নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত বনভোজন যেন হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ।

সকাল থেকেই নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে দশটার দিকে সকালের নাশতা বিতরণ করা হয়। এরপর শুরু হয় খেলাধুলার অনুষ্ঠান। এতে স্কুল সেফটি অফিসারদের পরিবার সন্তানেরা অংশ নেয়। খেলাগুলো পরিচালনা করেন শরিফ খান, লোকমান, শিবলী, মাহমুদুর খান মোহাম্মদ হালিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক পুলিশের স্কুল সেফটি ডিভিশনের কুইন্স নর্থ কমান্ডার বরো ক্রিস্টিয়ান রাঙ্গেল, ব্রুকলিন নর্থ বরো কমান্ডার জোসেফিন টোরলন এবং এক্সো সোটো। অনুষ্ঠানে তারাও সবার সাথে খেলাধুলা আনন্দে মেতে ওঠেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন বাসসার নিয়মিত শিল্পী ঝুলন সেন। পুরস্কার বিতরণী আকর্ষণীয় রাফেল ড্র মধ্য দিয়ে দিনব্যাপী বনভোজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন: