ছবি: সংগৃহীত
উৎসব গ্রুপের ২০ বছর পূর্তি উদযান করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। লং আইল্যান্ড ম্যারিয়ট বলরুমে গত ৭ নভেম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব গ্রুপের কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসব গ্রুপের কর্ণধার রায়হান জামান অতিথিদের শুভেচ্ছায় সিক্ত হন। দুই দশকের এই দীর্ঘ পথচলার গল্প শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।
বক্তব্যে তিনি বলেন, যে সময়ে অনলাইনে কেনাকাটার ধারণাটি ছিলো অনেকের কাছেই অচেনা ও অনিশ্চিত, সেই সময়েই সাহসিকতার সঙ্গে শুরু করেছিলাম ‘উৎসব ডট কম’ নামের এক স্বপ্নের যাত্রা। আজ সেই ছোট্ট উদ্যোগটি পরিণত হয়েছে এক বিশাল উৎসব গ্রুপে, যার অধীনে রয়েছে ১৭টি প্রতিষ্ঠান, অসংখ্য মানুষের কর্মসংস্থান এবং হাজারো সন্তুষ্ট গ্রাহকের আস্থা। উৎসব মানেই আজ বিশ্বাস, আস্থা ও উদ্ভাবনের প্রতীক।
রায়হান জামান তার বক্তব্যে এই দুই দশকে উৎসব গ্রুপের পথচলার পুরো গল্পটি শেয়ার করেন উপস্থিত অভ্যগত অতিথিদের সঙ্গে। তার বক্তব্যের সাথে সাথে ভিডিও স্ক্রিনে ফুটে ওঠে উৎসব গ্রুপের সাফল্যের পুরো চিত্র। রায়হান জামান বলেন, তার এই দীর্ঘ পথচলায় যারা তার পাশে থেকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি তার ঢাকা সেন্ট্রাল অফিসের কর্মকর্তা আরিফসহ টিমের সকলকে ধন্যবাদ জানান। তার এই পথচলায় তার সাহস হিসেবে তার পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানান তার বোন, তার কন্যা এবং তার বর্ষিয়ান মা’কে। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দলছুটের বাপ্পা মজুমদার। নৈশভোজের মধ্যদিয়ে শেষ হয় উৎসব গ্রুপের ২০ বছর পূর্তির অনুষ্ঠান।

















