ছবি: সংগৃহীত
ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা-ফোবানার এক্টিং চেয়ারম্যান হয়েছেন সংঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন আজম।
চেয়ারম্যান গিয়াস আহমেদ গত ৯ নভেম্বর জরুরি কাজে বাংলাদেশ গমন করায় কাজী সাখাওয়াত হোসেন আজমকে এ দায়িত্ব দেয়া হয়। গিয়াস আহমেদ যুক্তরাষ্ট্র না ফেরা পর্যন্ত কাজী সাখাওয়াত হোসেন আজম এ দায়িত্ব পালন করবেন।
ফোবানার এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি ফিরোজ আহমেদ জানিয়েছেন, কাজী সাখাওয়াত হোসেন আজম ফোবানার বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি গত কমিটির এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি এবং নায়াগ্রায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা কনভেনশনশনের কনভেনর ছিলেন।

















