শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের  অভিষেক

নিউইয়র্ক

প্রকাশিত: ১৮:৪৫, ১৪ নভেম্বর ২০২৫

নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের  অভিষেক

ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে অভিষিক্ত হলেন নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশন অফ ইউএসএ’র নতুন কর্মকর্তারা। এ উপলক্ষে গত ৯ নভেম্বর রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠানে কনসাল জেনারেল তার বক্তব্যে কনস্যুলেট থেকে প্রবাসীদের এনআইডি ও ভোটার কার্যক্রম চালুর বিস্তারিত তুলে ধরেন এবং প্রবাসীদের ভোটাধিকারের কথাও জানান। তিনি বলেন, প্রবাস থেকে যারা ভোটার হবেন, তারা দেশে গিয়ে ভোট দিতে পারবেন না। খবর ইউএনএ’র। 
অনুষ্ঠানে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন সহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান শাহ এম নেওয়াজ, সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এম নাসের, এম বাসেত, ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি গোলাম এন হায়দার মুকুটের সভাপতিত্বে এবং অভিষেক কমিটি সদস্য সচিব আসাদ জামানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ, নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ, ইছামতির বাঁকে নামক ম্যাগাজিন উন্মোচনের পরে কেক কাটা হয়। সেই সাথে একাত্তুরের বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। নতুন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অথিতথিবৃন্ধ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিষেক কমিটির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ আহমেদ বাবু, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। 
অনুষ্ঠানে ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন ও জেনিফার রাজকুমারের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের কর্মকর্তাদের মাঝে সাইটেশন প্রদান করা হয়। 
অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা তাদের বক্তব্যে ঐক্যদ্ধভাবে নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশন-কে প্রবাসের আদর্শ সংগঠনে পরিণত করার উপর গুরুত্বারোপ করেন।  তারা বলেন, ভালো সংগঠন গড়তে হলে সংগনের সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্য বজায় রাখতে হবে। 
প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনে সাংস্কৃতিক সন্ধ্যা ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জমজমাট এই অনুষ্ঠানে নবাবগঞ্জ ছাড়াও দোহা এবং বৃহত্তর ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। 
 

শেয়ার করুন: