শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

খাইরুল ইসলাম পাখি’র কিচিরমিচির সাতাশি

জেনে নিন কোন  ধর্ম সবচেয়ে  উত্তম! 

প্রকাশিত: ১৮:৪৩, ১৪ নভেম্বর ২০২৫

জেনে নিন কোন  ধর্ম সবচেয়ে  উত্তম! 

ছবি: সংগৃহীত

এটি মূলত একটি অমীমাংসিত বিষয়। এমন তর্কও সবচাইতে বড় বা শক্ত তর্ক। প্রতিমুহূর্তে এই তর্কযুদ্ধে লিপ্ত আছে লক্ষ কোটি মানুষ। কিন্তু এর কোন সমাধান নেই।
আমার বিচারে এ নিয়ে তর্ক যারা করে, এরা ধর্মান্ধ অথবা মূর্খ। কোন না কোন ধর্মের আফিমে এরা আসক্ত।

এরা মাঝখানে দাঁড়িয়ে কথা বলা জানেনা। এরা পক্ষপাতদুষ্ট। এরা নিজের ধর্মকেই মনে করে আসল এবং অন্যরা সবাই নকল। এরা শুধু তার রাস্তাই সঠিক আর সুন্দর দেখে। অন্যের পথ বিপদ সংকুল আর কন্ঠকাকীর্ণ বলে এদের ধারণা।
তবে অনেকেই আছেন এসবের ব্যতিক্রম। এরা ধর্মের নামে কোন তর্কে জড়ায় না। এদের মাঝে ধার্মিক বা অধার্মিক সব ধরনের মানুষই আছেন। ধর্মবিশ্বাসী অনেকে এও মনে করেন আমি আমার যে পথে আছি এটাই হয়তো সেরা পথ নয়। কে সেরা সেটা বিচার করার দায়িত্ব আমার নয়, তা বিচার করবেন উপরওয়ালা। আবার কেউ ভাবেন ধর্ম নিয়ে তুলনামূলক তর্ক বিতর্ক মূর্খতারই সামিল। 
একটি কথা কি, জন্মসূত্রে আমরা যে যেই ধর্মই পেয়েছি তাকে সঠিক, উত্তম বা সেরা
যাই বলছি তাও কিন্তু শুনে শুনে। মানব শিশুকে জন্মের প্রথম দিন থেকেই শেখানো হচ্ছে, তোমার ধর্মই সেরা। প্রকারান্তরে অন্যের ধর্ম যে সেরা নয় তাও বলে দেয়া হচ্ছে।  উঁচু-নিচু চিন্তা কিন্তু এভাবেই শুরু হয়। কোটি মানুষ যে ধর্মের অনুসারী তারা যেমন বলে আমরাই উত্তম বা সেরা, তেমনি গুটিকয় লোকের যেকোনো ধর্মের মানুষরাও  ভাবে তারাই শ্রেষ্ঠ। ঘর থেকেই আপনার, আমার অজান্তে কিছু বিষয় গেঁথে দেয়া হয়, যা আর সহজে আমাদের নিরপেক্ষ হতে শেখায় না। এই অনিরেপক্ষতাই যত বিতর্কের ও সংঘাতের কারণ। যদি আমরা এই কথা স্মরণ রাখি যে,  ‘আপনাকে
বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়‘। তাহলেই উত্তর বা সমাধান হয়তো কিঞ্চিৎ পাওয়া যাবে। সেটা শুধু ধর্মের ছোট বড়ত্ব নিয়ে নয় বরং যে কোনো বিষয়ে কে উঁচু কে নিচু এহেন  অযথা তর্কের অবসান ঘটাবে বৈকি!
লেখক: অভিনেতা।
 

শেয়ার করুন: