শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আসো’র আয়োজনে  সিটির বেনিফিট  বিষয়ে সেমিনার

নিউইয়র্ক

প্রকাশিত: ১৮:৪২, ১৪ নভেম্বর ২০২৫

আসো’র আয়োজনে  সিটির বেনিফিট  বিষয়ে সেমিনার

ছবি: সংগৃহীত

জ্যাকসন হাইটসে গত ৭ নভেম্বরের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। সাধারণত মানুষ বিনোদনের জন্য সাংস্কৃতিক আয়োজনে যেতে ভালোবাসেন। সেমিনার বা আলোচনা অনুষ্ঠানে অনেকেই হয়তো আগ্রহ পান না।

তবে অটিজম সোসাইটি হাবিলিটেশন অর্গানাইজেশন (অঝঐঙ) আয়োজিত এই অনুষ্ঠানটি দর্শক-অতিথিদের কাছে ছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠানে ‘সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক এবং নিউইয়র্ক স্টেট বেনিফিট কীভাবে অ্যাক্সেস করবেন’- এ বিষয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে ডযড়ষবণড়ঁঘণঈ ও নিউইয়র্ক সিটির সিভিক এঙ্গেজমেন্ট কমিশন (ঈঊঈ)-এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নিউইয়র্ক স্টেটের বিভিন্ন বেনিফিট, বাসস্থান, খাদ্য সহায়তা, তথ্যের সহজপ্রাপ্তি এবং তথ্যের গোপনীয়তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসো’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, নিউইয়র্ক সিটির সিভিক এঙ্গেজমেন্ট কমিশনের সিনিয়র উপদেষ্টা মি. বেঞ্জামিন, অভিনেতা আহমেদ শরিফ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কু-ু, বিশিষ্ট ছড়াকার ও বেনিফিটস বিষয়ক বিশেষজ্ঞ মনজুর কাদের, হাউজিং বিশেষজ্ঞ সৈয়দ মিজানুর রহমান, সিপিএ সারোয়ার চৌধুরী, আব্দুল্লাহ তারেক এবং কমিউনিটি অ্যাক্টিটভিস্ট আনোয়ার হকসহ আরো অনেকে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সিভিক এঙ্গেজমেন্ট কমিশন থেকে পাঠানো বিশালাকৃতির দুটি পাপেট, যারা অতিথিদের নজরকাড়া অভ্যর্থনা জানায়। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন। তার পরিচালনায় নির্মিত একটি তথ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।‘আসো’ পরিবারের সদস্যরা এবং উপস্থিত অতিথিরা পুরো অনুষ্ঠানজুড়ে সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে গোল্ডেন এজ গ্রুপ।
 

শেয়ার করুন: