ছবি - নবযুগ
২০২৫ সালের এশিয়ান হেরিটেজ বিজসেন লিডার এওয়ার্ড পেলেন নিউইয়র্কের জনপ্রিয় হোমকেয়ার এজেন্সি গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ।
গত ১১ নভেম্বর গোল্ডেন এজ হোম কেয়ারের অফিসে শাহ নেওয়াজের হাতে এওয়ার্ড তুলে দেন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন। সংগঠনের ১৫৭০০০ সাধারণ সদস্য, ৬২টি লোকাল ইউনিয়নের সদস্যদের মতামতের ভিত্তিতে শাহ নেওয়াজকে নির্বাচন করা হয়।

















