ছবি - নবযুগ
চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী গত শনিবার ২১ সেপ্টেম্বর ছিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন।
জ্যাকসন হাইটসের একটি অফিসে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের প্রতিনিধির হাতে চূড়ান্ত প্রার্থী তালিকা হস্তান্তর করা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ইন্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ, নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন সাগর, নির্বাচন কমিশনার মোহান্মদ সেলিম হারুন, নির্বাচন কমিশনার ইন্জিনিয়ার মোহাম্মদ হান্নান চৌধুরী উপস্থিত ছিলেন । এর আগে জ্যাকসন হাইটসের ইটজি রেস্তোরাঁয় নির্বাচনের প্রার্থী, ইন্টার্ম কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। মতবিনিময় সভায় নির্বাচনের তারিখ, কেন্দ্র, ভোটার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।