শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বন্যার্তদের সাহাযার্থে ১০ হাজার ডলার দিল গোলাপগঞ্জ সোসাইটি

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ১৫ আগস্ট ২০২২

বন্যার্তদের সাহাযার্থে ১০ হাজার ডলার দিল  গোলাপগঞ্জ সোসাইটি

বন্যার্তদের সাহাযার্থে ১০ হাজার ডলার দিল গোলাপগঞ্জ সোসাইটি

নিউইয়র্ক  গোলাপগঞ্জ সোসাইটির কার্যকরী উপদেষ্টা পরিষদের যৌথ সভা গত আগস্ট অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকার পারসন্স বুলেভার্ড হালাল ডায়নার হল রুমে সংগঠনের সভাপতি হেলিম আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মুমিত চৌধুরী ওমেলের সঞ্চালনায় সংগঠনের কার্যকরী উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকায় বন্যার্তদের সাহাযার্থে নগদ ১০ হাজার ডলার সংগঠনের অন্যতম নেতা আবুল কালামের হাতে তুলে দেয়া হয়। আবুল কালাম এখন দেশে রয়েছেন এবং তিনি নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সহযোগিতায় পৌরসভাসহ, উপজেলার ১১টি ইউনিয়ন চেয়ারম্যানদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এদিকে বিগত করোনা মহামারীর বিপন্ন সময়ে সংগঠনের পাঠানো লক্ষ টাকার অনুদান বিতরণে সংগঠনের পক্ষে একান্ত সহযোগী বুরহান চৌধুরী সয়ফুল ইসলামকে ধন্যবাদ জানানো হয়।

সংগঠনের ২০২২-২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করণে আগামী সপ্তাহে নির্বাচনের কমিশন বরাবর নতুন ভোটার তালিকা হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ওহিদুর রহমান মুক্তা, আব্দুল ওয়াদুদ চৌধুরী কামরান, ফরহাদ আহমদ চৌধুরী, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, কার্যকরী পরিষদের শেখ আতিকুল ইসলাম, এবাদ চৌধুরী, মুক্তারুল ইসলাম, সৈয়দ সেলিম, সাবেরা চৌধুরী, আবুল কালাম, এনাম উদ্দিন, জামাল উদ্দিন, ছায়ফুল্লাহ সেবুল, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রাফাত চৌধুরী, রেশাদ চৌধুরী প্রমুখ। আগামী ১৯ সেপ্টেম্বর হালাল ডায়নারে বিকেল ৬টা নির্বাচন কমিশনসহ সংগঠনের কার্যকরী পরিষদ উপদেষ্টা পরিষদের যৌথ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন: