বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

 শেকৃবি এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ১৫ আগস্ট ২০২২

 শেকৃবি এলামনাই’র  বনভোজন অনুষ্ঠিত

 শেকৃবি এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার বার্ষিক বনভোজন  মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত বনভোজনের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ। ভোজন  মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুইন্স কমিউনিটি বোর্ড সদস্য ,বীর মুক্তিযোদ্ধা বাংলা সিডিপ্যাপের কর্ণধার আবু জাফর মাহমুদ।

সময় তিনি বলেন, বাংলাদেশে  উন্নয়নের মৌলিক ভিত্তি হলো কৃষি। আর কৃষির উন্নয়ন দেশের মানুষকে অনাহারমুক্ত রাখতে কৃষি বিজ্ঞানীরা দিনরাত কাজ করছে। প্রবাসেও তারা আমেরিকা এবং বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছে। এসময় তিনি বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন  ঘোষণা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা কৃষিবিদ প্রদীপ রঞ্জন কর, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ফোবানার কেন্দ্রীয় নেতা বেদারুল ইসলাম বাবলা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম সালাহউদ্দিন, সাংবাদিক ইমরান আনসারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বনভোজন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাত বোস।

বনভোজনে উল্লেখ্যযোগ্য কৃষিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুল বাকী, . গোলাম সামদানী তরফদার, ফারুক আহমেদ, এম রশীদ, মনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান, এম মামুন,এলামনাই এর সাধারন সম্পাদক সেকেন্দার আলী, আসাদুজ্জামান কিরন, আব্দুল আজিম,আনিসুল হক সোহেল, মামুন, রাজা, জিয়াউল ইসলাম, যুগল কিশোর নাথ, শুভময় সাইফুল ইসলাম।

শেয়ার করুন: