বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ সেপ্টেম্বর

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৭, ১৩ আগস্ট ২০২২

বাংলাদেশ সোসাইটির  নির্বাচন ১৮ সেপ্টেম্বর

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ সেপ্টেম্বর

বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ১৮ সেপ্টেম্বর। গত আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ হাকিম, আনোয়ার হোসেন, রুহুল আমিন সরকার কায়সারুজ্জামান কয়েস।

সংবাদ সম্মেলনে নির্বাচন সংক্রান্ত তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। তিনি বলেন, এই নির্বাচন হবার কথা ছিলো প্রায় বছর আগে। একদিকে মামলার জটিলতা এবং অন্যদিকে করোনার কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। প্রথম মামলার জটিলতা শেষে এবং করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আমরা দ্বিতীয়বার নির্বাচনের তারিখ ঘোষণা করি। এবারো নির্বাচনের ঠিক দুদিন আগে মামলা দায়ের করেন নীরা এস নীরু। প্রথম মামলা করেছিলেন নয়ন- আলী প্যানেলের প্রার্থী আকবর আলী এবং জে. চৌধুরী। আরো একটি মামলা করেছিলেন সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী। নীরা এস নীরুর মামলাও শেষ পর্যন্ত মাননীয় আদালত ডিনাই করে।

বর্তমানে বাংলাদেশ সোসাইটির নির্বাচন করতে কোন বাধা নেই। তিনি আরো বলেন, এই নির্বাচনে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।  নির্বাচন আগের তফসিল অনুযায়ী অর্থাৎ বিধিবিধান যা আছে তাই থাকবে। শুধুমাত্র একটি কেন্দ্র পরিবর্তন হবে। বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশি অধ্যুষিত ৫টি এলাকায়। প্রধান কেন্দ্র থাকবে উডসাইডের গুলশান টেরেস। ব্রুকলিনে কনিআইল্যান্ডের পাঞ্জাব রেস্টুরেন্টের অডিটোরিয়ামে, জ্যামইকরা ইকরা পার্টি হলে, ওজনপার্কের দেশি সেন্টারে এবং ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে রাত ৯টায়। রাতেই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে মোট ২৭ হাজার ৫১০ জন ভোটার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান বলেন, এখন নির্বাচন করতে কোন বাধা নেই। যে কারণে সোসাইটির কার্যকরি কমিটি এবং উপদেষ্টাদের সাথে বৈঠক করে আমরা নতুন নির্বাচনের তারিখ ঠিক করি।

তিনি বলেন, আমরা সোসাইটির কার্যকরি কমিটির কাছে এই নির্বাচন পরিচালনার খরচ হিসেবে আরো ৪৭ হাজার ডলার চেয়েছি। আশাকরি তারা তা দেবেন।

তিনি আরো বলেন, প্রথম নির্বাচনে আমাদের গচ্চা প্রায় লাখ ১১ হাজার ডলার, দ্বিতীয় নির্বাচনে গচ্চা প্রায় ৮৯ হাজার ডলার। তাই, সবশেষে আমাদের আহ্বান হলো আমাদের সহযোগিতা করুন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিউনিটিকে উপহার দিতে চাই।

শেয়ার করুন: