বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ব্রুকলিনের পথমেলায় মানুষের ঢল

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫১, ২৫ জুলাই ২০২২

ব্রুকলিনের পথমেলায় মানুষের ঢল

ব্রুকলিনের পথমেলায় মানুষের ঢল

শনিবার ব্রুকলিনের দিনটা ছিলো উৎসবমুখর। এদিন বাংলাদেশি অধ্যুষিত চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিত হলো প্রবাসের ইতিহাস সৃষ্টিকারী পথ মেলা। মেলাতে মানুষের ঢল নামে ব্রুকলিনের পথে পথে। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউইয়র্ক এবং ৬৬ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিল যৌথভাবে এ পথমেলার আয়োজন করে।

মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার, কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, কাউন্সিল মেম্বার রিতা জোসেফ, ৬৬ প্রিসিঙ্কট কমান্ডিং অফিসার ডেপুটি ইনস্পেকটর জেসন হ্যাগস্টেড, এক্সও ক্যাপটেইন ব্র্যাট গ্রানোউইটার, কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার জ্যামস জেমন।

দুপুর আড়াইটায় কাজী সাখাওয়াত হোসেন আজমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফিরোজ আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, সন্দ্বীপ সোসাইটির উপদেষ্টা লুৎফুল করিম, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, মেলার আহবায়ক শাহ নেওয়াজ, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, চাইনিজ কমিউনিটি লিডার লু লুইস, কমিউনিটি একটিভিস্ট রফিকুল মাওলা, মার্কস  হোম কেয়ারের আমীর হোসাইন কামাল, হেলথ ফাস্টের সালেহ আহমেদ, মেলার সাংস্কৃতিক বিষয়ক চেয়ারম্যান এসএম  ফেরদাউস, রাজনীতিবিদ আবু তালেব চৌধুরী চান্দু, নিউইয়র্ক আমেরিকা বাংলাদেশ লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক হাসান জিলানী, কমিউনিটি একটিভিস্ট বখতিয়ার উদ্দীন, গোলাম মাহমুদ, প্রফেসর সৈয়দ আজাদ, ইকবাল হায়দার, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সালেহ মানিক প্রমূখ।

প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনার পর বিকেলে মঞ্চে আসেন রিজিয়া পারভীন। একের পর এক জনপ্রিয় গানে মাতিয়ে তোলেন পথ মেলা। সবশেষে আসেন এস আই টুটুল। তিনিও সংগীত পরিবেশন করেন। বিশেষ করে তরুণরা নেচে নেচে গান উপভোগ করেন। সন্ধ্যা সাড়ে আটটায় সংগঠনের সভাপতি কাজী আজম এবং মেলা উদযাপন কমিটির আহবায়ক শাহনেওয়াজের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

মেলায় গ্র্যান্ড স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম কাউন্সিল মেম্বার শাহানা হানিফকে গ্র্যান্ড মার্শালের উত্তরীয় পরিয়ে দেন। এছাড়া করোনা মহামারির সময় নিউইয়র্কের একমাত্র প্রিন্ট পত্রিকা হিসেবে কমিউনিটিতে অবদান রাখায় সাপ্তাহিক নবযুগকে ‘কভিড ইনফরশেন হিরো ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কভিড হিরো হিসেবে ডা হামিদুজ্জামান ও ডা. মুজিবুর রহমানকেও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আরেক কভিড হিরো ডা. চৌধুরী সারওয়ারুল হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলার উপস্থাপনা করেন সোনিয়া। 

 

শেয়ার করুন: