শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

ঢাকা অফিস

প্রকাশিত: ১৫:১৫, ২৩ অক্টোবর ২০২২

ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

খন্দকার গোলাম ফারুকছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। তিনি বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। ২৯ অক্টোবর শফিকুল ইসলামের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে খন্দকার গোলাম ফারুকের নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ডিএমপির ৩৫তম কমিশনার হলেন খন্দকার গোলাম ফারুক। ২৯ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এ ছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অপর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন: