বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ হবে যেভাবে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩২, ২৪ জুন ২০২২

পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ হবে যেভাবে

ফাইল ছবি

পদ্মার উপর সড়কপথ তৈরি হয়ে গেলেও রেলযাত্রার জন্য আরও অপেক্ষা করতে হবে। প্রকল্পের কাজ শেষে আগামী বছর থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় আসবে পদ্মা বহুমুখী সেতু।

পুরো কাঠামোকে টেকসই রাখতে ছোট ছোট বিষয়গুলোও পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান শামীম জেড বসুনিয়া।

“রেগুলার মেইনটেন্সের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। স্টিলের কোথাও মরিচা ধরল কি না, এগুলো সব দেখা হবে। কোনো সময় কি মেইনটেনেন্স করা হবে, তা একেবারে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে।”

পদ্মা সেতুর রেলপথের জন্য আলাদা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন, ওখানে কর্তৃপক্ষ বানিয়ে দেবেন। ইতোমধ্যে দুই পাশে দুটো থানাও করে দিয়েছেন। সেজন্য সরকারের খরচও হবে।”
 

শেয়ার করুন: