বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

  কূটনীতিকদের সম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিঠা উৎসব 

প্রকাশিত: ১০:০৮, ২৯ জানুয়ারি ২০২৩

  কূটনীতিকদের সম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিঠা উৎসব 

ছবি: সংগৃহীত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের জন্য পিঠা উৎসব করা হয়েছে। 

শনিবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ উৎসবের আয়োজন করে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মন্ত্রী এ পিঠা উৎসব উপভোগের জন্য স্বাগত জানান।

 
পিঠা উৎসবে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধ হন এবং বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, জাতীয় সংসদের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: