বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইস্তাম্বুলে বিস্ফোরণে: সন্দেহভাজন হামলাকারী আটক

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ১৪ নভেম্বর ২০২২

ইস্তাম্বুলে বিস্ফোরণে: সন্দেহভাজন হামলাকারী আটক

ইস্তাম্বুলে বিস্ফোরণে: সন্দেহভাজন হামলাকারী আটক

তুরস্কের মধ্য ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে এক বিস্ফোরণের বহু হতাহতের ঘটনা ঘটেছে। রোববারের (১৩ নভেম্বর) ওই ঘটনায় এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন।

এদিকে এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সোমবার (১৪ নভেম্বর) আনাদোলু এজেন্সিকে জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরিত বোমাটি তিনি ফেলে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তুরস্কের ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বিস্ফোরণের আট জন নিহত এবং ৮১ জন আহত হন। ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া জানান, স্থানীয় সময় রোববার বিকাল চারটা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। তুর্কি প্রেসিডেন্ট এই হামলার ঘটনাকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে সন্ত্রাসী হামলা বলে ধারনা করছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে এই হামলায় একজন নারী সহায়তা করেছে। বিস্তার জানতে তদন্ত চলছে। 

শেয়ার করুন: