বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭, ৩১ জুলাই ২০২২

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে দশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশসহ ছয়টি দেশকেউচ্চ ঝুঁকিপূর্ণতালিকায় যুক্ত করেছে। সিএনএন এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে।

সিডিসিরউচ্চ ঝুঁকিপূর্ণভ্রমণের তালিকায় যুক্ত হওয়া ৬টি দেশ হলো- বাংলাদেশ, বসনিয়া, হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর হন্ডুরাস।

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল- (‘উচ্চ ঝুঁকিপূর্ণ’) লেভেল- (মাঝারি ঝুঁকির), লেভেল- (কম ঝুঁকিপূর্ণ) বাংলাদেশসহ ওই ৬টি দেশ লেভেল- রয়েছে।

বিশ্বের যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল- ক্যাটাগরিতে রেখেছে সিডিসি। আর লেভেল- ক্যাটাগরিতে সিডিসির তালিকায় ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে।

শেয়ার করুন: