বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম তৃতীয়  মাসের মতো কমেছে

আপডেট: ১৮:৫২, ২ ডিসেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম তৃতীয়  মাসের মতো কমেছে

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম টানা তৃতীয়  মাসের মতো কমেছে

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বাড়ির দাম আরো কমেছে। মর্টগেজ রেট বাড়ার কারণে চাহিদা কমায় বাড়ির দাম কমছে বলেই বিশেষজ্ঞরা বলছেন। এসঅ্যান্ডপি কোরলোজিক কেস শিলার জানিয়েছে, যুক্তরাষ্ট্রব্যাপী বাড়ির দাম আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে ০.৮ ভাগ কমেছে। ২০১৮ সালের শেষ দিকের পর জুলাই মাসে প্রথমবারের মতো মাসিক বাড়ির দাম হ্রাস পায়।

যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি দমনের জন্য ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানো হয়। এর ফলে বাড়ির দাম বেড়ে যায়। অক্টোবরে ৩০ বছর মেয়াদি মর্টগেজ রেট ৭ % এর বেশি হয়ে পড়ে। ২০০২ সালের পর প্রথমবারের মতো এত বাড়ে। গত সপ্তাহে তা ৬ দশিক ৫৮% এ নেমে এলেও গত বছরের একই সময়ের তুলনায় তা ৩.১ ভাগ বেশি থাকে।

এসঅ্যান্ডপি ডিজিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ক্রেইগ লাজারা বলেন, ফেডারেল কতৃপক্ষ সুদের হার বেশি রাখায় মর্টগেট অর্থায়ন ব্যয়বহুল হয়ে পড়ছে। ফলে বাড়ি কেনার সক্ষমতা কমছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বাড়ির দাম কমতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন: