বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অক্টোবরে নতুন বাড়ি বিক্রি বেড়েছে

নবযুুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৬, ২৬ নভেম্বর ২০২২

অক্টোবরে নতুন বাড়ি বিক্রি বেড়েছে

অক্টোবরে নতুন বাড়ি বিক্রি বেড়েছে

মর্টগেট রেট ও বাড়ির দাম বাড়া সত্ত্বেও অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে সিঙ্গেল ফ্যামিলি হোম বিক্রি অপ্রত্যাশিতভাবে বেশি দেখা গেছে। ডিপার্টমেন্ট অব ট্রেডের হিসাব অনুযায়ী, নতুন বাড়ি বিক্রি ৭.৫ ভাগ বেড়ে গত মাসে বার্ষিক হার ৬৩২,০০০ ইউনিট হয়েছে। সেপ্টেম্বরে ছিল ৫৮৮,০০ ইউনিট। আগে সংখ্যাটি ছিল ৬০৩,০০০ ইউনিট।

নর্থইস্টে বিক্রি বেড়েছে ৪৫.৭ ভাগ। আর ঘন বসতিপূর্ণ সাউথে তা হয়েছে ১৬ ভাগ। তবে মিডওয়েস্টে ৩৪.২ ভাগ। আর ওয়েস্টে তা ০.৮ ভাগ হ্রাস পেয়েছে। রয়টার্সের এক জরিপে অক্টোবরে নতুন বাড়ি বিক্রি ৫৭০,০০০ ইউনিট কম হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। আগ্রাসী ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়ার ফলে হাউজিং মার্কেটে ধসের সৃষ্টি হয়েছিল। মুদ্রাস্ফীতি দমনের জন্য সুদের হার বাড়ানো হয়েছিল। এর রেশ ধরে অক্টোবরে ২০০২ সালের পর প্রথমবারের মতো মর্টগেট রেট ৭ ভাগ ছাড়িয়ে যায়। গত সপ্তাহে অবশ্য তা ৬.৬১ ভাগে নেমে আসে।

অক্টোবরে বাড়ির গড় দাম ছিল ৪৯৩,০০০ ডলার। এক বছর আগের চেয়ে তা ১৫.৪ ভাগ বেশি। গত মাসের শেষ দিকে বাজারে নতুন বাড়ির সংখ্যা ছিল ৪৭০,০০০। সেপ্টেম্বরে তা ছিল ৪৬৩,০০০।

শেয়ার করুন: