শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রে করোনার টিকা পেয়েছে ৩ লাখ শিশু

নিম্মি নাহার

প্রকাশিত: ১৭:০৩, ১১ জুলাই ২০২২

যুক্তরাষ্ট্রে করোনার টিকা পেয়েছে ৩ লাখ শিশু

যুক্তরাষ্ট্রে করোনার টিকা পেয়েছে ৩ লাখ শিশু

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ বছরের কম বয়স্ক প্রায় তিন লাখ শিশু করোনাভাইরাসের অন্তত একটি টিকা পেয়েছে। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অনুর্ধ্ব-৪ বয়সী শিশুর সংখ্যা প্রায় ১৯.৫ মিলিয়ন। সে হিসেবে এখন পর্যন্ত প্রায় ১.৫ ভাগ শিশু কোভিড টিকা পেয়েছে।
বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘টিকা গ্রহণের হার এমনই হবে বলে আমরা আশা করেছিলাম। ফলে এতে আমরা বিস্মিত নই।’

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষাবর্ষ আসছে। তখন টিকা গ্রহণের হার আরো বাড়বে।

শিশুদের টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণের আগে গত মে মাসে কায়জার ফ্যামিলি ফাউন্ডেশনের পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল যে অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের ১৮ ভাগের মা-বাবা তাদের সন্তানের টিকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।

আর ৩৮ ভাগ অভিভাবক মনে করেছিলেন, টিকার কার্যকারিতা দেখার পর তারা সিদ্ধান্ত নেবেন। আর ২৭ ভাগের অভিভাবক বলেছিলেন, তারা কোনোভাবেই তাদের সন্তানকে টিকা দেবেন না। অন্যদিকে ১১ ভাগ জানিয়েছিলেন, প্রয়োজন মনে করলে তারা তাদের সন্তানদের টিকা গ্রহণের ব্যবস্থা করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে কোভিডের প্রকোপ আবার বাড়তে শুরু করেছে। এর ফলে প্রশাসনও টিকা প্রদানের গতি বাড়ানোর কথা ভাবছে।
 

শেয়ার করুন: