বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রজুড়ে অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান    

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬, ১১ জুলাই ২০২২

যুক্তরাষ্ট্রজুড়ে অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান    

ফাইল ছবি

অপরাধীদের ধরতে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে সাঁড়াশি অভিযান। আর এতে পুরো দেশ থেকে ১,৫০১ জনকে পাকড়াও করা হয়েছে। নিউইয়র্ক থেকেই আটক করা হয়েছে ৩২৬ জনকে।

ইউএস মার্শালস সার্ভিসের সহযোগিতায় চলছে এই অভিযান। মার্শালস জানিয়েছে, মাসব্যাপী এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে সহিংস অপরাধ, যৌন অপরাধ ও গ্যাং কার্যক্রম বন্ধ করা। বিশেষ করে নিউইয়র্ক সিটি, বাল্টিমোর, শিকাগো, হিউস্টন, ইন্ডিয়ানাপোলিস, লস অ্যাঞ্জেলস, মেমফিস, নিউ অরলিন্স, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসির দিকে নজর দেওয়া হচ্ছে এ অভিযানে।

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানিয়েছেন, অপরাধের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনার চেষ্টায় এটা করা হচ্ছে। 
অভিযানকালে ফেডারেল সরকার ১৬৬টি বন্দুক, ৫৩,৬০০ ডলার ও ৩৩ কেজি মাদকও জব্দ করেছে।

নিউইয়র্ক সিটিতে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ১০৬ জনের বিরুদ্ধে ডাকাতি, ২০ জনের বিরুদ্ধে বন্দুক বহন, ১২ জনের বিরুদ্ধে খুন, ২৩ জনের বিরুদ্ধে গুলিবর্ষণ, ১১২ জনের বিরুদ্ধে হামলা চালানো ও ৩২ জনের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ রয়েছে।

নিউইয়র্ক পুলিশ তাদের অভিযানে ব্রঙ্কস ও নর্দার্ন ম্যানহাটানকে বিশেষভাবে টার্গেট করেছে। 
 

শেয়ার করুন: