বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আলবানিতে এখনই বাড়ি কেনার সুযোগ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২২

আলবানিতে এখনই বাড়ি কেনার সুযোগ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রজুড়ে বাড়ির দাম অব্যাহতভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও মিডওয়েস্ট ইস্ট কোস্টের হাউজিং মার্কেট সবচেয়ে স্থিতিশীলতা প্রদর্শন করে যাচ্ছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রেডফিন তথ্য জানিয়েছে।

রেডফিনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল হানড্রেট মেট্রোর মধ্যে লেক কাউন্টির হাউজিং মার্কেট গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল ছিল।

আর নিউইয়র্কের আলবানি হলো দ্বিতীয় স্থিতিশীল বলে ওই বিশ্লেষণে বলা হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে শিকাগো, নিউ হেভেন, কন এবং মিলওয়াকি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর ফলে দেশজুড়ে বাড়ির দামে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে বলে সাধারণভাবে বিশ্লেষকেরা বলে আসছেন।

রেডফিনের সিনিয়র অর্থনীতিবিদ শেহহারিয়ার বোখারি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের বাকি অংশের তুলনায় ওইসব এলাকায় বাড়ি ক্রয় এখনো সাধ্যের মধ্যে।

তিনি বলেন, এসব এলাকায় অর্থনৈতিক বিপর্যস্ত পরিস্থিতি তেমনভাবে প্রভাব ফেলেনি। ফলে বাড়ি ক্রয়ে আগ্রহীরা এখানে কেনার কথা ভাবতে পারেন।

শেয়ার করুন: