বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আবেদনের শেষ সময় ১৪ নভেম্বর

যুুক্তরাষ্ট্রে ‘অবৈধ’ অভিবাসীরা আর্থিক সুবিধা পাবেন

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ২১:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২২

যুুক্তরাষ্ট্রে ‘অবৈধ’ অভিবাসীরা আর্থিক সুবিধা পাবেন

যুুক্তরাষ্ট্রে ‘অবৈধ’ অভিবাসীরা আর্থিক সুবিধা পাবেন

মার্কিন যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন (অবৈধ) অভিবাসীদের আর্থিক সুবিধার আওতায় আনতে কর্মসূচি গ্রহণের কথা ভাবছে বাইডেন প্রশাসন। সে অনুযায়ি ১৪ নভেম্বরের সময়সীমার আগে জমা দেওয়া আবেদনের সংখ্যা অনুযায়ী একজন ব্যক্তি কি পরিমাণ অর্থ পাবেন, তা নির্ধারণ করা হবে।

আবেদনকারীরা গ্রহণযোগ্য কিনা তা ডিসেম্বরে জানানো হবে। তারপর জানুয়ারিতে অর্থ প্রদান করা হবে।

দাবিদারদের বয়স ১৮ বা তার বেশি হতে হবে এবং ওয়াশিংটন স্টেটে বসবাস করতে হবে। এই প্রোগ্রামে ৩৪০ মিলিয়ন অর্থায়ন করা হচ্ছে। এই কর্মসূচিতে যারা স্টিমিউলাস চেক বা বেকারত্ব সুবিধার জন্য যোগ্য নন বা পূর্বে যোগ্য ছিলেন না, তারা এককালীন অর্থপ্রদানের জন্য আবেদন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন স্টেট মুদ্রাস্ফীতির মধ্যে আর্থিক সমস্যায় পড়া নাগরিকদের জন্য ত্রাণ প্রদান করছে। ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউজমের কয়েক মাস আগে স্বাক্ষরিত মুদ্রাস্ফীতি ত্রাণ কর্মসূচির ১৭ বিলিয়ন ট্যাক্স ছাড় থেকে প্রায় ২৩ মিলিয়ন মানুষ উপকৃত হবে। এভাবে ক্যালিফোর্নিয়ানরা ২০০ থেকে ১০৫০ ডলার পর্যন্ত অর্থ পাবেন, যাতে তাদের মুদ্রাস্ফীতির লড়াইয়ে সহায্যে আসে।

শেয়ার করুন: